নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে এক ব্যবসায়ীকে কোপানোর পর কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তবে কী কারণে এই ক্রোকারিজ ব্যবসায়ীর দোকানে গিয়ে তাঁর ওপর হামলা হলো তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল বুধবার সন্ধ্যার এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগও হয়নি।
গতকাল সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান বাজারে মো. শাহীন (৩৪) নামের এই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সময় শাহীন দোকানেই ছিলেন। তাঁর বাড়ি পার্শ্ববর্তী সুচরণ এলাকায়।
ঘটনার পর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি ২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর ছয়-সাতজন যুবক মুখে কালো কাপড় বেঁধে মাইক্রোবাস থেকে নামেন। তাঁরা ক্রোকারিজ ব্যবসায়ী শাহীনকে দেখে জানতে চান তাঁর নাম বিদ্যুৎ কি না। শাহীন জানান, তাঁর নাম বিদ্যুৎ নয়। তারপরও তাঁকে এক থেকে দেড় মিনিট ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপর কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তারা কাটাখালী বাজারের দিক থেকে গাড়ি নিয়ে এসে বাইপাস রোড হয়ে পালিয়ে যায়।
আহত শাহীনের ভাতিজি মিতা বেগম বলেন, ‘আমার চাচার সঙ্গে কারও শত্রুতা নাই। কারা কী কারণে এই হামলা চালিয়েছে, তা আমরা বলতে পারব না। চাচার শারীরিক অবস্থা এখনো ভালো না। কথা বলার মতোও পরিস্থিতি নেই। কথা বলতে পারলে যদি কিছু জানা যায়।’
নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তখন ঘটনাস্থলে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। কারা কেন এই হামলা চালিয়েছে তা জানতে পুলিশ ইতিমধ্যে খোঁজখবর নিতে শুরু করেছে। কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি।
ওসি জানান, শাহীন কোনো রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত না। সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমে শাহীনের কাছে জানতে চেয়েছিল তাঁর নাম বিদ্যুৎ কি না। পাশেই বিদ্যুৎ নামের আরেক ব্যবসায়ীর দোকান আছে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি করেন।
বিদ্যুতের সঙ্গে পুলিশ কথা বলেছে। তিনি দাবি করেছেন, তাঁরও কারও সঙ্গে শত্রুতা নেই। কেউ তাঁর ওপর এভাবে হামলা করতে আসতে পারে তা-ও তিনি মনে করেন না। বিষয়টির রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
রাজশাহীতে এক ব্যবসায়ীকে কোপানোর পর কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তবে কী কারণে এই ক্রোকারিজ ব্যবসায়ীর দোকানে গিয়ে তাঁর ওপর হামলা হলো তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল বুধবার সন্ধ্যার এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগও হয়নি।
গতকাল সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান বাজারে মো. শাহীন (৩৪) নামের এই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সময় শাহীন দোকানেই ছিলেন। তাঁর বাড়ি পার্শ্ববর্তী সুচরণ এলাকায়।
ঘটনার পর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি ২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর ছয়-সাতজন যুবক মুখে কালো কাপড় বেঁধে মাইক্রোবাস থেকে নামেন। তাঁরা ক্রোকারিজ ব্যবসায়ী শাহীনকে দেখে জানতে চান তাঁর নাম বিদ্যুৎ কি না। শাহীন জানান, তাঁর নাম বিদ্যুৎ নয়। তারপরও তাঁকে এক থেকে দেড় মিনিট ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপর কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তারা কাটাখালী বাজারের দিক থেকে গাড়ি নিয়ে এসে বাইপাস রোড হয়ে পালিয়ে যায়।
আহত শাহীনের ভাতিজি মিতা বেগম বলেন, ‘আমার চাচার সঙ্গে কারও শত্রুতা নাই। কারা কী কারণে এই হামলা চালিয়েছে, তা আমরা বলতে পারব না। চাচার শারীরিক অবস্থা এখনো ভালো না। কথা বলার মতোও পরিস্থিতি নেই। কথা বলতে পারলে যদি কিছু জানা যায়।’
নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তখন ঘটনাস্থলে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। কারা কেন এই হামলা চালিয়েছে তা জানতে পুলিশ ইতিমধ্যে খোঁজখবর নিতে শুরু করেছে। কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি।
ওসি জানান, শাহীন কোনো রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত না। সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমে শাহীনের কাছে জানতে চেয়েছিল তাঁর নাম বিদ্যুৎ কি না। পাশেই বিদ্যুৎ নামের আরেক ব্যবসায়ীর দোকান আছে। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি করেন।
বিদ্যুতের সঙ্গে পুলিশ কথা বলেছে। তিনি দাবি করেছেন, তাঁরও কারও সঙ্গে শত্রুতা নেই। কেউ তাঁর ওপর এভাবে হামলা করতে আসতে পারে তা-ও তিনি মনে করেন না। বিষয়টির রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পন্টুন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজের জন্য বিগত ৫ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।’
৩২ মিনিট আগেগোমস্তাপুরে সড়কের পাশে বসে বিক্রি হচ্ছে আম—কেজি মাত্র সাড়ে ৩ টাকা! ঝড়ে ঝরে পড়া এসব অপরিপক্ব আম কিনছেন স্থানীয় ব্যবসায়ীরা, পাঠিয়ে দিচ্ছেন দেশের নানা প্রান্তে। অথচ এই আম কিছুদিন পর বাজারে উঠলে দেড়শ টাকা কেজিও মিলত।
১ ঘণ্টা আগেশনিবার তিনি ব্যবসার কাজে রাজশাহী যান। তাঁর রাজশাহী যাবার খবর পেয়ে নাটোরের বিএনপি কর্মী সজীব, শাহীন, রব মিয়াসহ বেশ কয়েকজন দুইটি মাইক্রোবাসে তাকে জোরপূর্বক নাটোর সদরের আমিরগঞ্জ বাজারে আনে। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে প্রথমে মারধর ও পরে কুপিয়ে জখম করে।
১ ঘণ্টা আগেসারাদিন বিভিন্ন জায়গায় ধান মাড়াই শেষ করে ট্রাক্টর নিয়ে সোনামিয়াসহ কয়েকজন যুবক বাড়ি ফিরছিলেন। এসময়ে মুশা বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সোনা মিয়াসহ দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তাদের অবস্থা
২ ঘণ্টা আগে