Ajker Patrika

ভাঙ্গুড়ায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

প্রতিনিধি
ভাঙ্গুড়ায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

ভাঙ্গুড়া (পাবনা): দেশজুড়ে মহামারি করেনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলছে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন। পাবনার ভাঙ্গুড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। আজ (১ জুলাই) বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া লকডাউন বাস্তবায়নে উপজেলার প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। 

সরেজমিনে দেখা যায়, লকডাউনে শহরের কাঁচা তরিতরকারির দোকান ও ওষুধের ফার্মেসি ছাড়া সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। রাস্তায় পণ্যবাহী ও ভ্যান গাড়ি ছাড়া তেমন কোন যানচলাচল চলতে দেখা যায়নি। পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল অব্যাহত রেখেছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। 

লকডাউন বাস্তবায়নে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার প্রবেশপথে ও পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। একই সঙ্গে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত