লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সৌদিপ্রবাসীর ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইমো হ্যাকিং চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন–উপজেলার চংধুপইল (আবদুলপুর) গ্রামের মো. রিদুয়ান আহম্মেদ পূর্ণ (২৩), মোমিনপুর (উত্তরপাড়া) গ্রামের মো. হাসিবুল হাসান শান্ত (২৪), মোহরকয়া (পূর্বপাড়া) গ্রামের মো. শামীম হোসেন (২২), একই গ্রামের মো. শুভ আলী (২১) এবং রাজশাহী বাঘার চক নারায়ণপুর (সড়ক ঘাট) গ্রামের মো. হৃদয় আলী (২১)।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকার সবুজবাগ থানার উত্তর বাসাবোর ভুক্তভোগী আবদুল মালেকের (৩৭) অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে তিনিসহ কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম নেতৃত্বে নাটোরের লালপুরে অভিযান চালান।
অভিযানে উপজেলা বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ৭টি মোবাইল সেট, সিমকার্ড, ৯ হাজার ৬৮০ টাকা ও একটি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে প্রবাসীসহ দেশের বিভিন্ন ব্যক্তির ইমো হ্যাক করে তাঁদের পরিচিতদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা বলেন, কয়েক ধাপে টার্গেট করা ব্যক্তির ইমো হ্যাক করেন তাঁরা। প্রথমে ফেসবুকে মেয়ে সেজে বন্ধুত্ব করেন। অল্প সময়ের মধ্যে প্রেমের প্রস্তাব দেন। ইমোতে ভিডিও কলের প্রলোভন দেখিয়ে নম্বর সংগ্রহ করেন। টার্গেট ব্যক্তির ইমো নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খোলেন। পরের ধাপে কৌশলে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি হাতিয়ে নেন। অ্যাকাউন্ট আয়ত্তে আসার পরই পাসওয়ার্ড পরিবর্তন করেন। এরপর আত্মীয়স্বজনকে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেন।
অভিযোগকারী আবদুল মালেক বলেন, বোন জামাই চাঁদপুরের ফরিদগঞ্জের শেখদী গ্রামের মো. জাকির হোসেন (৪৫) একজন সৌদিপ্রবাসী। গত ১৩ ফেব্রুয়ারি তাঁর বোনের ইমো আইডিতে স্বামী মো. জাকির হোসেন ইমো আইডি থেকে মেসেজ আসে যে–জাকির হোসেন সৌদি আরবে বিপদে আছেন। তাঁর নগদ অর্থের প্রয়োজন বলে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর পাঠান।
ওই মেসেজ পেয়ে প্রাপ্ত বিকাশ নম্বরে ৫৫ হাজার টাকা পাঠিয়ে দেন জাকিরের স্ত্রী। পরে বুঝতে পারেন প্রতারক চক্র তাঁর স্বামীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করে টাকাগুলো হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে অভিযোগ করলে ইমো হ্যাকিং চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় আবদুল মালেক বাদী হয়ে লালপুর থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করছেন। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুরে সৌদিপ্রবাসীর ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইমো হ্যাকিং চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন–উপজেলার চংধুপইল (আবদুলপুর) গ্রামের মো. রিদুয়ান আহম্মেদ পূর্ণ (২৩), মোমিনপুর (উত্তরপাড়া) গ্রামের মো. হাসিবুল হাসান শান্ত (২৪), মোহরকয়া (পূর্বপাড়া) গ্রামের মো. শামীম হোসেন (২২), একই গ্রামের মো. শুভ আলী (২১) এবং রাজশাহী বাঘার চক নারায়ণপুর (সড়ক ঘাট) গ্রামের মো. হৃদয় আলী (২১)।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকার সবুজবাগ থানার উত্তর বাসাবোর ভুক্তভোগী আবদুল মালেকের (৩৭) অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে তিনিসহ কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম নেতৃত্বে নাটোরের লালপুরে অভিযান চালান।
অভিযানে উপজেলা বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ৭টি মোবাইল সেট, সিমকার্ড, ৯ হাজার ৬৮০ টাকা ও একটি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে প্রবাসীসহ দেশের বিভিন্ন ব্যক্তির ইমো হ্যাক করে তাঁদের পরিচিতদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা বলেন, কয়েক ধাপে টার্গেট করা ব্যক্তির ইমো হ্যাক করেন তাঁরা। প্রথমে ফেসবুকে মেয়ে সেজে বন্ধুত্ব করেন। অল্প সময়ের মধ্যে প্রেমের প্রস্তাব দেন। ইমোতে ভিডিও কলের প্রলোভন দেখিয়ে নম্বর সংগ্রহ করেন। টার্গেট ব্যক্তির ইমো নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খোলেন। পরের ধাপে কৌশলে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি হাতিয়ে নেন। অ্যাকাউন্ট আয়ত্তে আসার পরই পাসওয়ার্ড পরিবর্তন করেন। এরপর আত্মীয়স্বজনকে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেন।
অভিযোগকারী আবদুল মালেক বলেন, বোন জামাই চাঁদপুরের ফরিদগঞ্জের শেখদী গ্রামের মো. জাকির হোসেন (৪৫) একজন সৌদিপ্রবাসী। গত ১৩ ফেব্রুয়ারি তাঁর বোনের ইমো আইডিতে স্বামী মো. জাকির হোসেন ইমো আইডি থেকে মেসেজ আসে যে–জাকির হোসেন সৌদি আরবে বিপদে আছেন। তাঁর নগদ অর্থের প্রয়োজন বলে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর পাঠান।
ওই মেসেজ পেয়ে প্রাপ্ত বিকাশ নম্বরে ৫৫ হাজার টাকা পাঠিয়ে দেন জাকিরের স্ত্রী। পরে বুঝতে পারেন প্রতারক চক্র তাঁর স্বামীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করে টাকাগুলো হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে অভিযোগ করলে ইমো হ্যাকিং চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় আবদুল মালেক বাদী হয়ে লালপুর থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করছেন। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
৮ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
২৪ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে