নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (২৬) ধর্ষণের অপরাধে তিন কিশোরকে ১০ বছর আটকাদেশ দিয়েছেন আদালত। দোষীদের বয়স ১৮ বছরের কম হওয়ায় শিশু আইনের বিধান অনুযায়ী প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি ১০ বছর করে সংশোধনাগারে আটকের নির্দেশ দেওয়া হয়।
আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২০ মার্চ দুপুরে বাড়ির পাশে একা পেয়ে অভিযুক্ত তিন কিশোর ওই বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। একপর্যায়ে স্থানীয়রা বুঝতে পেরে এগিয়ে গেলে কিশোরেরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন ভুক্তভোগীকে তরুণীকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় তরুণীর ভাই বাদী হয়ে অভিযুক্ত কিশোরদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ওই বছরের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য শিশু আদালতে যায়। সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।
এ বিষয়ে আদালতের প্রসিকিউটর আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আইনের দৃষ্টিতে কিশোরেরা অপ্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হলে এ অপরাধের জন্য তাদের আরও কঠোর শাস্তি হতো।’
তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।’
নাটোরের বড়াইগ্রামে এক বাক্প্রতিবন্ধী তরুণীকে (২৬) ধর্ষণের অপরাধে তিন কিশোরকে ১০ বছর আটকাদেশ দিয়েছেন আদালত। দোষীদের বয়স ১৮ বছরের কম হওয়ায় শিশু আইনের বিধান অনুযায়ী প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি ১০ বছর করে সংশোধনাগারে আটকের নির্দেশ দেওয়া হয়।
আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২০ মার্চ দুপুরে বাড়ির পাশে একা পেয়ে অভিযুক্ত তিন কিশোর ওই বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। একপর্যায়ে স্থানীয়রা বুঝতে পেরে এগিয়ে গেলে কিশোরেরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন ভুক্তভোগীকে তরুণীকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় তরুণীর ভাই বাদী হয়ে অভিযুক্ত কিশোরদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ওই বছরের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য শিশু আদালতে যায়। সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।
এ বিষয়ে আদালতের প্রসিকিউটর আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আইনের দৃষ্টিতে কিশোরেরা অপ্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হলে এ অপরাধের জন্য তাদের আরও কঠোর শাস্তি হতো।’
তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।’
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
৭ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৯ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১২ মিনিট আগে