Ajker Patrika

শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫: ৩১
শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা সরকার হত্যা মামলার প্রধান আসামি মমতাজ প্রামাণিককে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার সকালে র‍্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে মমতাজ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মমতাজ প্রামাণিক শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েরমপুর গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট সকালে আসামিরা লাঠি, রড, ফালা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিলে আসামি মমতাজ প্রামাণিক হত্যার উদ্দেশ্যে চায়নিজ কুড়াল দিয়ে তারা সরকারের মাথায় কোপ দেয়। তাতে তিনি গুরুতর জখম হন। অন্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা সরকারকে কুপিয়ে জখম করে। তাতে তারা সরকার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মমতাজ প্রামাণিক পলাতক ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত