Ajker Patrika

চাটমোহরে লেবুর কেজি ১৫ টাকা, লোকসানে চাষিরা

প্রতিনিধি চাটমোহর (পাবনা) 
আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৫: ৩০
চাটমোহরে লেবুর কেজি ১৫ টাকা, লোকসানে চাষিরা

পাবনার চাটমোহরে লেবুর চাহিদা বাড়লেও উৎপাদন ও সরবরাহ বেশি হওয়ায় হাট–বাজারে পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে লেবু। চাষিরা বাজারে লেবু বিক্রি করতে এসে পাইকারি ক্রেতা না পাওয়ায় বিক্রি করতে পারছেন না। মাস চারেক আগেও বেশ ভালো দামে লেবু বিক্রি করেছেন চাষিরা। কিন্তু দুই সপ্তাহ ধরে বাজারে লেবুর দর একেবারেই কমে গেছে। ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ লেবুর দাম কমে যাওয়ায় দিশেহারা চাটমোহরের লেবুচাষিরা।

উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রামের সঞ্চিত চক্রবর্তী বলেন, `অসময়ে প্রায় ৪০ টাকা হালি লেবু বিক্রি করেছি। লাভজনক হওয়ায় গত দুই বছরে চাটমোহরের বিভিন্ন গ্রামের অনেক মানুষ লেবুর চাষ শুরু করেছেন। অনেক কৃষক এরই মধ্যে সফলতাও পেয়েছেন। কিন্তু বর্তমান সময়ে লেবুর দাম একেবারেই কমে গেছে। বাজারে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়।' 

চাটমোহর পৌর সদরের লেবু ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, চাটমোহর থানা বাজারে প্রায়শই ১৫ টাকা দরে লেবু বিক্রি করছেন তিনি।

চাটমোহর উপজেলার কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর জমিতে লেবুর চাষ হচ্ছে। চাটমোহরে বর্তমানে চায়না, থাই, সিডলেস ও দেশি পাতিলেবুর চাষ হচ্ছে। চায়না, থাই ও সিডলেস লেবুতে সারা বছরই কম–বেশি ফলন পাওয়া যায়। বর্তমানে লেবুর মৌসুম চলায় সরবরাহ বেশি, তাই দাম কমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত