Ajker Patrika

ঢাকা-বগুড়া মহাসড়কে নির্মাণসামগ্রী, ঘটছে দুর্ঘটনা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর নির্মাণসামগ্রী রাখায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ছবিটি পৌর শহরের আমতলা এলাকা থেকে নেওয়া। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর নির্মাণসামগ্রী রাখায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ছবিটি পৌর শহরের আমতলা এলাকা থেকে নেওয়া। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুর পৌর শহরের মধ্য দিয়ে যাওয়া ঢাকা-বগুড়া মহাসড়কে দীর্ঘদিন ধরে পড়ে আছে নির্মাণকাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ও সামগ্রী। এতে যান চলাচলে তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। এলাকাবাসীর অভিযোগ, এই অব্যবস্থাপনার ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের শেরপুর অংশের দুই লেনেই পড়ে আছে নির্মাণসামগ্রী। মোহনা শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা-বগুড়া লেনে দীর্ঘদিন ধরে পড়ে আছে একটি ভারী নির্মাণ মেশিন। আর বিপরীত দিকে, বগুড়া-ঢাকা লেনে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি ও মহিলা অনার্স কলেজের দক্ষিণ পাশে পড়ে আছে আরও কিছু নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি।

এগুলো ফেলে রাখার ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, আর দুর্ভোগে পড়ছেন পথচারীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার উন্নয়নকাজের জন্য এসব যন্ত্রপাতি ও সামগ্রী ফেলে রাখা হয়েছে। কিন্তু সেগুলো নির্দিষ্ট কোনো স্থানে না রেখে ফেলে রাখা হয়েছে মহাসড়কের ওপরেই। এতে প্রায়ই মোটরসাইকেল আরোহী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

তাঁরা আরও অভিযোগ করেন, পৌরসভার পক্ষ থেকে একাধিকবার মাইকিং করে সড়কে নির্মাণসামগ্রী না রাখার নির্দেশ দেওয়া হলেও তা মানা হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন জানান, ‘নির্মাণসামগ্রী মহাসড়কে এভাবে ফেলে রাখা অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে রাতের বেলা কোনো যানবাহন এসব মেশিন বা সামগ্রীর সঙ্গে ধাক্কা খেলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত এগুলো সরানো প্রয়োজন।’

পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রাখা হয়েছে সরঞ্জাম। ছবি: আজকের পত্রিকা
পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রাখা হয়েছে সরঞ্জাম। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে শেরপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, ‘পৌরসভার সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণসামগ্রী ও মেশিনগুলো অস্থায়ীভাবে সেখানে রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করে সামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেব।’

এদিকে শেরপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, ‘নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে মহাসড়কের দুটি স্থানে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি আমরাও গুরুত্বসহকারে দেখছি। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত