Ajker Patrika

চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৩, ১৭: ৪৭
চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনার চাটমোহরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধের ক্যানেলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হচ্ছে চরপাড়া গ্রামের শাহ আলমের ছেলে নাহিদ (৪) ও হৃদয় হোসেনের ছেলে রিয়াদ হোসেন (৫)। সম্পর্কে তারা আপন মামা-ভাগনে। 

এলাকাবাসী জানান, বন্যানিয়ন্ত্রণ বাঁধে বসবাসরত শাহ আলমের ছেলে নাহিদ ও নাতি রিয়াদ খেলতে গিয়ে সবার অগোচরে বাঁধের পাশে ক্যানেলের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের ক্যানেলের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, শিশু দুটি পানিতে ডুব যায়। পরে তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত