নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহত সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
আজ শুক্রবার বেলা ১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকার সাবের আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৫) ও মৃত তুমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০)। আহত ব্যক্তির নাম রায়হান আলী (৩৫)। তাঁর বাড়িও একই এলাকায়। বাবার নাম লুৎফর রহমান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুরে এক মোটরসাইকেলের তিন আরোহী রাজশাহী থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। কসাইপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাদিকুল ইসলাম মারা যান।
পরে দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত রাজ্জাক আলী ও রায়হান আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাজ্জাকের মৃত্যু হয়। আহত রায়হানের চিকিৎসা চলছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে নিহতদের স্বজনেরা আইনগত পদক্ষেপ নিতে চাচ্ছেন না। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ চাচ্ছেন। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহত সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
আজ শুক্রবার বেলা ১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কসাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া এলাকার সাবের আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৫) ও মৃত তুমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০)। আহত ব্যক্তির নাম রায়হান আলী (৩৫)। তাঁর বাড়িও একই এলাকায়। বাবার নাম লুৎফর রহমান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুরে এক মোটরসাইকেলের তিন আরোহী রাজশাহী থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। কসাইপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাদিকুল ইসলাম মারা যান।
পরে দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত রাজ্জাক আলী ও রায়হান আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাজ্জাকের মৃত্যু হয়। আহত রায়হানের চিকিৎসা চলছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে নিহতদের স্বজনেরা আইনগত পদক্ষেপ নিতে চাচ্ছেন না। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ চাচ্ছেন। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া কক্সবাজার জেলার কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফিসহ খেলোয়াড়েরা কুতুবদিয়া পৌঁছালে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী
১২ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে একের পর এক ডাকাতির ঘটনায় মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার হাইওয়ে পুলিশের কুমিল্লার পুলিশ সুপার ও অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তরা গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গলায় পোঁচ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাসুদা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মহসীন আলীর স্ত্রী।
২৬ মিনিট আগেমাইজদীতে স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত মাসুদ আলম (২২) নামের এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩০ মিনিট আগে