Ajker Patrika

করোনায় রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২১, ১০: ৩৮
করোনায় রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে তিন গুণ বেড়েছে। একই সঙ্গে দুটি আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার বিপরীতে বেড়েছে শনাক্তের হারও। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছিল। এক সপ্তাহের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা।

এদিকে রামেক ও রামেক হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহীতে সংক্রমণের হার পাওয়া গেছে ৫৩ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন শুক্রবার সংক্রমণের হার ছিল ৪০ শতাংশের নিচে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, নতুন করে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ছয়জন ছিলেন করোনা পজিটিভ। আর সাতজন মারা গেছেন উপসর্গ নিয়ে। পজিটিভ ছয়জনের মধ্যে পাঁচজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জে। আর একজনের বাড়ি নওগাঁয়।

উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর দুজন ও কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ২৭১। রোববার সকালে ২৯৪ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ১৭ জন। বাকিরা ছিলেন বিভিন্ন ওয়ার্ডে।

এখন হাসপাতালে রাজশাহীর ১৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০৮ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ২৮ জন, পাবনার চারজন, কুষ্টিয়ার একজন এবং অন্যান্য এলাকার ৯ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন। আর ভর্তি হয়েছেন নতুন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের তিনজন এবং নওগাঁর পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালটির করোনা ইউনিটে এর আগে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত চারজনের মৃত্যু হয়। এ ছাড়া ১১ জুন ১৫ জন, ১০ জুন ৮ জন, ৯ জুন ৮ জন, ৮ জুন ৮ জন, ৭ জুন ৭ জন, ৬ জুন ৬ জন, ৫ জুন ৮ জন, ৪ জুন ১৬ জন, ৩ জুন ৯ জন, ২ জুন ৭ জন এবং ১ জুন ৭ জন মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত