Ajker Patrika

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৪০
Thumbnail image

বগুড়ার সদর উপজেলায় ট্রাকচাপায় মো. আফতাব হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টায় সদরের ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আফতাব সদরের রহমাননগর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। 

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

এ বিষয়ে এসআই শামীম বলেন, ‘আফতাব সকালে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে আছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত