প্রতিনিধি, চাটমোহর ও পাবনা (রাজশাহী )
পাবনা জেলার প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন হলো চাটমোহর শাহি মসজিদ। যেটি ‘তিন গম্বুজ শাহি মসজিদ’ নামেও পরিচিত। চাটমোহর উপজেলা পরিষদ থেকে মাত্র ২০০ গজ পশ্চিমে ৪৪০ বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি।
মসজিদ থেকে প্রাপ্ত শিলালিপির তথ্যমতে, ১৫৮১ সালে সম্রাট আকবরের শাসনামলে আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর অর্থায়নে তাঁরই ভাই মুহাম্মদ বিন তুর্কি খান কাকশাল চাটমোহরে মসজিদটি নির্মাণ করেন। তিন গম্বুজবিশিষ্ট চাটমোহর শাহি মসজিদের নির্মাণকৌশলে প্রাচীন সুলতানি স্থাপত্যের প্রভাব রয়েছে। বগুড়ার খেরুয়া মসজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছোট ছোট পাতলা জাফরি ইটের সমন্বয়ে নির্মিত চাটমোহর শাহি মসজিদের দৈর্ঘ্য ৪৫ ফুট, প্রস্থ ২২ ফুট ৬ ইঞ্চি এবং উচ্চতা ৪৫ ফুট।
স্থানীয় প্রবীণেরা বলেন, একসময় চাটমোহর ছিল পাবনার একটি অন্যতম বাণিজ্যকেন্দ্র। তখনকার সময়ে এখানে মোগল ও পাঠানদের অবাধ বিচরণ ছিল। ১৫৮১ সালে কাকশাল গোত্রের সন্তান মুহাম্মদ বিন তুর্কি খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন। এটিই আজকের ‘চাটমোহর শাহি মসজিদ’। আশির দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিপূর্ণভাবে মসজিদটি নির্মাণ করে। তবে পুনর্নির্মাণের কয়েক বছর পর মসজিদের তিনটি গম্বুজ ও ছাদ প্রায় ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে মসজিদটি সংস্কার ও সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়।
চাটমোহরে তিন গম্বুজ শাহি মসজিদে দেখা যায়, মসজিদটিতে তিনটি দরজাবিশিষ্ট প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের তিনটি দরজার মধ্যে প্রধান প্রবেশপথে উঁচু দরজার ওপরে কালো পাথরের মধ্যে খোদাই করা কালেমা শাহাদত লেখা রয়েছে। মূল প্রবেশপথটি ছাড়া অন্য প্রবেশপথ দুটি একই ধরনের।
মসজিদটিতে তিনটি প্রবেশপথের সঙ্গে মিল রেখে পশ্চিম দেয়ালে রয়েছে মোট তিনটি মেহরাব। কেন্দ্রীয় মেহরাব থেকে দুই পাশের মেহরাবে রয়েছে বড় সুড়ঙ্গের মতো অপূর্ব নিদর্শন। সুলতানি রীতিতে মসজিদটির কার্নিশ সামান্য বাঁকানো। খিলানগুলোতে এখনো গোলাপ নকশার চিহ্ন রয়েছে। প্রতিটি খিলান পথেরই দুপাশে রয়েছে দুটি করে আয়তাকার খোপ নকশা।
দেয়ালের মাঝামাঝি অংশে ছাঁচে ঢালা ব্যান্ড নকশার একটি সারি রয়েছে। যে কারণে মসজিদটিকে বাইরে থেকে দেখতে দ্বিতল বলে মনে হয়। মেহরাবগুলো আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপিত এবং শুরুতে এগুলোতে পোড়ামাটির অলংকরণ ছিল, যার চিহ্ন এখনো খুঁজে পাওয়া যায়।
চাটমোহর শাহি মসজিদের দেখভালের দায়িত্বে নিয়োজিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইট পরিচালক শাহজাহান আলী বলেন, সুলতানি-মোগল আমলের শাহি মসজিদ দেখতে সারা বছর বহু মানুষ আসে পাবনার চাটমোহরে।
পাবনা জেলার প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন হলো চাটমোহর শাহি মসজিদ। যেটি ‘তিন গম্বুজ শাহি মসজিদ’ নামেও পরিচিত। চাটমোহর উপজেলা পরিষদ থেকে মাত্র ২০০ গজ পশ্চিমে ৪৪০ বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি।
মসজিদ থেকে প্রাপ্ত শিলালিপির তথ্যমতে, ১৫৮১ সালে সম্রাট আকবরের শাসনামলে আবুল ফতে মোহাম্মদ মাসুম খাঁর অর্থায়নে তাঁরই ভাই মুহাম্মদ বিন তুর্কি খান কাকশাল চাটমোহরে মসজিদটি নির্মাণ করেন। তিন গম্বুজবিশিষ্ট চাটমোহর শাহি মসজিদের নির্মাণকৌশলে প্রাচীন সুলতানি স্থাপত্যের প্রভাব রয়েছে। বগুড়ার খেরুয়া মসজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছোট ছোট পাতলা জাফরি ইটের সমন্বয়ে নির্মিত চাটমোহর শাহি মসজিদের দৈর্ঘ্য ৪৫ ফুট, প্রস্থ ২২ ফুট ৬ ইঞ্চি এবং উচ্চতা ৪৫ ফুট।
স্থানীয় প্রবীণেরা বলেন, একসময় চাটমোহর ছিল পাবনার একটি অন্যতম বাণিজ্যকেন্দ্র। তখনকার সময়ে এখানে মোগল ও পাঠানদের অবাধ বিচরণ ছিল। ১৫৮১ সালে কাকশাল গোত্রের সন্তান মুহাম্মদ বিন তুর্কি খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন। এটিই আজকের ‘চাটমোহর শাহি মসজিদ’। আশির দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিপূর্ণভাবে মসজিদটি নির্মাণ করে। তবে পুনর্নির্মাণের কয়েক বছর পর মসজিদের তিনটি গম্বুজ ও ছাদ প্রায় ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে মসজিদটি সংস্কার ও সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়।
চাটমোহরে তিন গম্বুজ শাহি মসজিদে দেখা যায়, মসজিদটিতে তিনটি দরজাবিশিষ্ট প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের তিনটি দরজার মধ্যে প্রধান প্রবেশপথে উঁচু দরজার ওপরে কালো পাথরের মধ্যে খোদাই করা কালেমা শাহাদত লেখা রয়েছে। মূল প্রবেশপথটি ছাড়া অন্য প্রবেশপথ দুটি একই ধরনের।
মসজিদটিতে তিনটি প্রবেশপথের সঙ্গে মিল রেখে পশ্চিম দেয়ালে রয়েছে মোট তিনটি মেহরাব। কেন্দ্রীয় মেহরাব থেকে দুই পাশের মেহরাবে রয়েছে বড় সুড়ঙ্গের মতো অপূর্ব নিদর্শন। সুলতানি রীতিতে মসজিদটির কার্নিশ সামান্য বাঁকানো। খিলানগুলোতে এখনো গোলাপ নকশার চিহ্ন রয়েছে। প্রতিটি খিলান পথেরই দুপাশে রয়েছে দুটি করে আয়তাকার খোপ নকশা।
দেয়ালের মাঝামাঝি অংশে ছাঁচে ঢালা ব্যান্ড নকশার একটি সারি রয়েছে। যে কারণে মসজিদটিকে বাইরে থেকে দেখতে দ্বিতল বলে মনে হয়। মেহরাবগুলো আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপিত এবং শুরুতে এগুলোতে পোড়ামাটির অলংকরণ ছিল, যার চিহ্ন এখনো খুঁজে পাওয়া যায়।
চাটমোহর শাহি মসজিদের দেখভালের দায়িত্বে নিয়োজিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইট পরিচালক শাহজাহান আলী বলেন, সুলতানি-মোগল আমলের শাহি মসজিদ দেখতে সারা বছর বহু মানুষ আসে পাবনার চাটমোহরে।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে