Ajker Patrika

রাজশাহী বিজিবি দপ্তরের সামনে গরু ব্যবসায়ীদের বিক্ষোভ-অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিজিবি দপ্তরের সামনে গরু ব্যবসায়ীদের বিক্ষোভ-অবরোধ। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী বিজিবি দপ্তরের সামনে গরু ব্যবসায়ীদের বিক্ষোভ-অবরোধ। ছবি: আজকের পত্রিকা

‘দেশি গরু’ ভারতীয় বলে আটকের প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১) রাজশাহী সদর দপ্তরের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গরু ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এই বিক্ষোভ করেন তাঁরা।

গরু ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিজিবি কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসেন। তবে শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

এ ব্যাপারে রাজশাহী বিজিবি-১-এর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে আবদুর রউফ বলেন, ‘গরুগুলো ভারতীয়। এগুলো চিহ্নিত করা গেছে বলেই আটক করা হয়েছে। আজকে ২০ থেকে ২২টির মতো গরু হবে। তাদের সঙ্গে সভায় এ বিষয়ে কথা হয়েছে। অবৈধ গরুর কাগজপত্র হয় কীভাবে। তারা গরুগুলো রাজশাহী কাস্টমসে পাঠিয়েছে।’

উত্তরাঞ্চলের বড় পশু কেনাবেচার মোকাম সিটি হাটের ইজারাদার শওকত আলী বলেন, আজ সকাল ৯টার দিকে পাঁচ ট্রাকে ভর্তি ৫০টি গরু বিজিবি সদস্যরা ভারতীয় পাচার হয়ে আসা গরু আখ্যা দিয়ে সিটি হাট থেকে নিয়ে যান। এর আগে গত রোববারও বিজিবি সদস্যরা ১২টি গরু হাট থেকে নিয়ে গেছেন।

রাজশাহী বিজিবি দপ্তরের সামনে গরু ব্যবসায়ীদের বিক্ষোভ-অবরোধ। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী বিজিবি দপ্তরের সামনে গরু ব্যবসায়ীদের বিক্ষোভ-অবরোধ। ছবি: আজকের পত্রিকা

শওকত আলী বলেন, বিজিবির আটক করা গরু রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে সিটি হাটে ব্যবসায়ীরা নিয়ে এসেছেন। এসব গরু ভারতীয় বলে বিজিবি সদস্যরা আটক করেছেন। ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করছেন। এ ছাড়া হাটের আশপাশের এলাকা থেকে গরু আটক করা হচ্ছে।

পাবনা থেকে শাহাদত ব্যাপারী অন্যদের সঙ্গে ১০টি গরু নিয়ে আসেন। এর মধ্যে তাঁর দুটি গরু ছিল। শাহাদত বলেন, ‘হাটে পৌঁছানোর পর ট্রাকসহ ১০টি গরু বিজিবি তাদের সদর দপ্তরে নিয়ে গেছে। আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও বিজিবি সদস্যরা কথা শোনেননি। এর ফলে আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হবে।’

রাজশাহী-বিজিবি-দপ্তরের-–৩
রাজশাহী-বিজিবি-দপ্তরের-–৩

মোহনপুর উপজেলার শফিকুল নামের এক ব্যাপারী বলেন, ‘আমার ছয়টি গরু আটক করেছে বিজিবি। এভাবে আমাদের হয়রানি করা হচ্ছে। এমনকি ব্যাপারীদের মোবাইল ফোন কেড়ে নিচ্ছেন বিজিবি সদস্যরা। ভারতীয় গরু যদি দেশে পাচার হয়, তাহলে বিজিবি সদস্যরা সীমান্তে আটকাতে পারেন। হাটে গরু আনার সময় সিটি হাট ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে আটকিয়ে গরু ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে।’

গোদাগাড়ী উপজেলার আবদুল বারী নামের এক গরুর ব্যাপারী বলেন, ‘তিন মাস আগে আমার ২৩ লাখ টাকা দামের ১৬টি গরু সিরাজগঞ্জ থেকে নিয়ে এসেছিলাম। আমার কাছে হাসিল ছিল। রাজশাহী মহানগরীর নওহাটা থেকে গরুগুলো ভারতীয় আখ্যা দিয়ে আটকিয়ে নিলামে বিক্রি করা হয়েছে। এর ফলে আমি পথে বসেছি। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও প্রতিকার পাইনি।’

আবদুল বারী বলেন, ২০১২ সালের পর থেকে ভারতীয় গরু সীমান্ত অতিক্রম করে দেশে পাচার হয় না। তাহলে বিজিবির ধরা এসব গরু কীভাবে ভারতীয় হয়।

জানা গেছে, গত রোববারও সিটি হাট থেকে ১২টি গরু আটক করেন বিজিবি সদস্যরা। এরপর কাস্টমসে হস্তান্তর করেন। কাস্টমস কর্তৃপক্ষ সেগুলো ১২ লাখ টাকায় নিলামে বিক্রি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত