সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রকেট এজেন্টকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে ডাকাতি ও ছিনতাই করেন। গত ১৬ ডিসেম্বর রাতে উল্লাপাড়া উপজেলার রকেট এজেন্ট তরিকুল ইসলাম মোবারক বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তিনি উপজেলার শ্রীকোলা মোড় পার হয়ে চৌকিদহ সেতুর কাছে পৌঁছালে ডাকাতদল তাঁর গতি রোধ করে। ব্যাগ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তরিকুল বাধা দিলে ডাকাতের দল প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরে তরিকুলের বাঁ পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করা হয়।
পুলিশ সুপার বলেন, মামলা দায়েরের পর পুলিশ সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার চার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভেংড়ী গ্রামে অভিযান চালিয়ে আবু হাসেম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান গুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রকেট এজেন্টকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল। গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে ডাকাতি ও ছিনতাই করেন। গত ১৬ ডিসেম্বর রাতে উল্লাপাড়া উপজেলার রকেট এজেন্ট তরিকুল ইসলাম মোবারক বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তিনি উপজেলার শ্রীকোলা মোড় পার হয়ে চৌকিদহ সেতুর কাছে পৌঁছালে ডাকাতদল তাঁর গতি রোধ করে। ব্যাগ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তরিকুল বাধা দিলে ডাকাতের দল প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। পরে তরিকুলের বাঁ পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করা হয়।
পুলিশ সুপার বলেন, মামলা দায়েরের পর পুলিশ সিরাজগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার চার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভেংড়ী গ্রামে অভিযান চালিয়ে আবু হাসেম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান গুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
২ ঘণ্টা আগে