Ajker Patrika

হাসপাতালে বালিশের নিচ থেকে কোভিড রোগীর মোবাইল চুরি

প্রতিনিধি
হাসপাতালে বালিশের নিচ থেকে কোভিড রোগীর মোবাইল চুরি

বগুড়া: করোনা হাসপাতালে ভর্তি এক করোনা রোগীর দুটি মোবাইল খোয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে রাজিবুল ইসলাম রাজন নামের এ রোগী তাঁর একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও একটি ফিচার ফোন হাসপাতালের বেডে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে অনেক খোঁজাখুঁজি করেও মোবাইল দুটি পাওয়া যায়নি।

বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এ ঘটনা ঘটে। করোনা আক্রান্ত হয়ে রাজন ৯ জুন থেকে মোহাম্মদ আলী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে বি-৩৭ নম্বর বেডে ভর্তি। তাঁর বাবা-মা ও ভাতিজিও করোনা আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন। মোবাইল হারানোর বিষয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বগুড়া শহরের সূত্রাপুর এলাকার বাসিন্দা রাজন বলেন, রাতের কোনো এক সময় দুটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

জানতে চাইলে আজ বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল বলেন, হাসপাতাল থেকে এক করোনা রোগীর দুটি সেলফোন চুরি হয়েছে। ফোন দুটি উদ্ধারের চেষ্টা করছি, এখনো পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত