Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি   
পুলিশের হাতে আটক মো. রিপন মিয়া। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে আটক মো. রিপন মিয়া। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

মো. রিপন মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থানের সামনে ফার্নিচার বোঝাই ছয়টি পিকআপ ভ্যানের চালকের কাছে রিপন মিয়া নিজেকে বন কর্মকর্তা পরিচয় দিয়ে ১ হাজার করে চাঁদা দাবি করেন। এ সময় সন্দেহ হলে চালকেরা তাঁকে চ্যালেঞ্জ করেন। তখন রিপন ক্ষিপ্ত হয়ে চালকদের মামলার ভয় দেখিয়ে পিকআপগুলো আটকে রাখেন।

এ সময় চালকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে রিপন পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেয়। তখন রিপন নিজেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ইকো পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে পরিচয় দেন। ঘটনা জানাজানি হলে খবর পেয়ে পুলিশ গিয়ে রিপনকে উদ্ধার করে।

আজ শুক্রবার বিকেলে পিকআপের চালক কাজীপুর উপজেলার সাতকয়া গ্রামের মো. মোকলেছুর রহমানসহ ছয় চালক বাদী হয়ে রিপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। পরে সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত