নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পবায় একসঙ্গেই ছিল গুলবাহার, রেনুবালা, বৈশাখী, ফুলকি, দামাদার, লালমন আর পিঠালি নামের ৭টি গরু। পেটপুরে বাঁধাকপি খাওয়ার পর গরুগুলো মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে রানী, মোহিনীসহ আরও ৫০টি গরু। গরুগুলো সুস্থ করে তুলতে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রাণিসম্পদ দপ্তরের চার কর্মী। কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা জানতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
গরুগুলোর মালিকদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার বালিয়া গ্রামে। গতকাল বুধবার বিকেলে এলাকার ২৫ কাঠা জমিতে থাকা বাঁধাকপি খেতে নামানো হয়েছিল গরুগুলো। বিকেলে খেত থেকে ফেরার পথেই চারটি রাস্তায় শুয়ে পড়ে। এরপর সেখানেই তাদের মৃত্যু হয়। বাড়ি যাওয়ার পর আরও তিনটি গরু মারা যায়। খবর পেয়ে ছুটে যান প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, একটি বাগানে প্রায় ৪০টি গরু একসঙ্গে রাখা হয়েছে। সেখানে একের পর এক গরুকে ইনজেকশন দেওয়া হচ্ছে। শরীরের তাপমাত্রা কমে যাওয়া কয়েকটি গরুকে স্যালাইনও দেওয়া হচ্ছে। কয়েকজন মিলে স্যালাইন দেওয়া গরুটিকে ধরে আছেন। আরেকজন উঁচু করে ধরে আছেন স্যালাইনের বোতল।
গরুগুলোর চিকিৎসা নিজেই প্রত্যক্ষ করছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান। ছিলেন পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকারও। প্রাণিসম্পদ দপ্তরের কয়েকজন কর্মী গরুগুলোকে ধরে ধরে ইনজেকশন আর স্যালাইন দিতে খুব ব্যস্ত। একজন হাঁক দিয়ে বললেন, ‘আর কেউ বাকি আছে?’ সুমাইয়া নামের এক কিশোরী জবাবে বলল, ‘আছে, আছে। আমাদের রানী আর মোহিনী এখনো ইনজেকশন পায়নি।’
পাশ থেকে এক নারী বললেন, ‘সব গরুর আলাদা আলাদা নাম আছে। যার নাম ধরে ডাকা হয়, শুধু সে-ই আসে। সব মালিক খুব যত্ন করে গরু পুষে। এভাবে মইরে গেলে খারাপই লাগে।’
দুটি গরুর মালিক সোহেল রানা জানান, এবার বাজারে বাঁধাকপির দাম নেই। তাই মো. শরিফ নামের এক চাষি তাঁর ২৫ কাঠা জমির বাঁধাকপি গরুকে খাওয়ানোর জন্য বেচে দেন। মো. আজাহার, আবদুল করিম, সোহেল রানা ও জুয়েল রানা ১ হাজার টাকায় বাঁধাকপিগুলো কিনে নেন। এরপর বুধবার সারা দিন তাদের প্রায় ৯০টি গরুকে খেতে ছেড়ে দিয়ে বাঁধাকপি খাওয়ানো হয়। এরপরই ঘটে এ দুর্ঘটনা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান বলেন, মারা যাওয়ার পর তিনটি গরু জবাই করা হয়েছিল। পরে মাংস মাটিতে পুঁতে দেওয়া হয়। এর আগে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নমুনা ঢাকায় পাঠানো হবে পরীক্ষার জন্য। আসলেই বিষক্রিয়া, নাকি অন্য কোনো কারণে গরুগুলো মারা গেছে তা নমুনা পরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে। কীটনাশক না দেওয়া অতিরিক্ত বাঁধাকপি খেলেও গরু অসুস্থ হয়ে পড়তে পারে।
রাজশাহীর পবায় একসঙ্গেই ছিল গুলবাহার, রেনুবালা, বৈশাখী, ফুলকি, দামাদার, লালমন আর পিঠালি নামের ৭টি গরু। পেটপুরে বাঁধাকপি খাওয়ার পর গরুগুলো মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে রানী, মোহিনীসহ আরও ৫০টি গরু। গরুগুলো সুস্থ করে তুলতে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রাণিসম্পদ দপ্তরের চার কর্মী। কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা জানতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
গরুগুলোর মালিকদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার বালিয়া গ্রামে। গতকাল বুধবার বিকেলে এলাকার ২৫ কাঠা জমিতে থাকা বাঁধাকপি খেতে নামানো হয়েছিল গরুগুলো। বিকেলে খেত থেকে ফেরার পথেই চারটি রাস্তায় শুয়ে পড়ে। এরপর সেখানেই তাদের মৃত্যু হয়। বাড়ি যাওয়ার পর আরও তিনটি গরু মারা যায়। খবর পেয়ে ছুটে যান প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, একটি বাগানে প্রায় ৪০টি গরু একসঙ্গে রাখা হয়েছে। সেখানে একের পর এক গরুকে ইনজেকশন দেওয়া হচ্ছে। শরীরের তাপমাত্রা কমে যাওয়া কয়েকটি গরুকে স্যালাইনও দেওয়া হচ্ছে। কয়েকজন মিলে স্যালাইন দেওয়া গরুটিকে ধরে আছেন। আরেকজন উঁচু করে ধরে আছেন স্যালাইনের বোতল।
গরুগুলোর চিকিৎসা নিজেই প্রত্যক্ষ করছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান। ছিলেন পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকারও। প্রাণিসম্পদ দপ্তরের কয়েকজন কর্মী গরুগুলোকে ধরে ধরে ইনজেকশন আর স্যালাইন দিতে খুব ব্যস্ত। একজন হাঁক দিয়ে বললেন, ‘আর কেউ বাকি আছে?’ সুমাইয়া নামের এক কিশোরী জবাবে বলল, ‘আছে, আছে। আমাদের রানী আর মোহিনী এখনো ইনজেকশন পায়নি।’
পাশ থেকে এক নারী বললেন, ‘সব গরুর আলাদা আলাদা নাম আছে। যার নাম ধরে ডাকা হয়, শুধু সে-ই আসে। সব মালিক খুব যত্ন করে গরু পুষে। এভাবে মইরে গেলে খারাপই লাগে।’
দুটি গরুর মালিক সোহেল রানা জানান, এবার বাজারে বাঁধাকপির দাম নেই। তাই মো. শরিফ নামের এক চাষি তাঁর ২৫ কাঠা জমির বাঁধাকপি গরুকে খাওয়ানোর জন্য বেচে দেন। মো. আজাহার, আবদুল করিম, সোহেল রানা ও জুয়েল রানা ১ হাজার টাকায় বাঁধাকপিগুলো কিনে নেন। এরপর বুধবার সারা দিন তাদের প্রায় ৯০টি গরুকে খেতে ছেড়ে দিয়ে বাঁধাকপি খাওয়ানো হয়। এরপরই ঘটে এ দুর্ঘটনা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান বলেন, মারা যাওয়ার পর তিনটি গরু জবাই করা হয়েছিল। পরে মাংস মাটিতে পুঁতে দেওয়া হয়। এর আগে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নমুনা ঢাকায় পাঠানো হবে পরীক্ষার জন্য। আসলেই বিষক্রিয়া, নাকি অন্য কোনো কারণে গরুগুলো মারা গেছে তা নমুনা পরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে। কীটনাশক না দেওয়া অতিরিক্ত বাঁধাকপি খেলেও গরু অসুস্থ হয়ে পড়তে পারে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে