Ajker Patrika

বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯: ৩৬
বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে যাত্রীবাহী বাসের ১০ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে হতাহতদের উদ্ধার করেন। নিহতদের লাশ থানায় আছে। তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

খবর পেয়ে ছুটে এসে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরাঝলমলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাত ১টা ২০ মিনিটে উপজেলার খেজুরতলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে নাটোর অভিমুখী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের অজ্ঞাত দুই যাত্রী নিহত হন এবং ১০ যাত্রী আহত হন। আহতদের উপজেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ঝলমলিয়া থানা হেফাজতে রয়েছে।  

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিশি খাতুন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত