Ajker Patrika

রাজশাহী–১: ওমর ফারুকের আসনে কাঁচির সঙ্গে হাত মেলাল ঈগল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০১: ২৩
রাজশাহী–১: ওমর ফারুকের আসনে কাঁচির সঙ্গে হাত মেলাল ঈগল

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তার (ঈগল প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি এ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীকে (কাঁচি প্রতীক) সমর্থন দিয়েছেন। তাঁরা দুজনই আওয়ামী লীগের নেতা। 

আখতারুজ্জামান জেলা আওয়ামী লীগের নেতা এবং গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবারের চেয়ারম্যান। আর গোলাম রাব্বানী তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মুণ্ডুমালা পৌরসভার মেয়র ছিলেন। দুজনই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রত্যাশী ছিলেন। 

আজ শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে গোলাম রাব্বানীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আখতারুজ্জামান। এ সময় গোলাম রাব্বানীও উপস্থিত ছিলেন। এছাড়া মুণ্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। 

আখতারুজ্জামান বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আমাদের দুজনেরই প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে আমরা আপিল করে প্রার্থিতা ফিরে পাই। ভোটের মাঠে নেমে দেখেছি, সাধারণ মানুষ পরিবর্তন চায়। আওয়ামী লীগের পোড় খাওয়া নেতা-কর্মীরাও পরিবর্তন চান। এই পরিবর্তন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’ 

তিনি বলেন, ‘এ আসনের নৌকার প্রার্থী (ওমর ফারুক চৌধুরী) টানা ১৫ বছর ধরে সংসদ সদস্য রয়েছেন। তিনি জনবিচ্ছিন্ন। নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। আমরা নৌকার বিরুদ্ধে নির্বাচন করছি না। একজন ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করছি। গোদাগাড়ী-তানোরকে রাহুমুক্ত করতে আমাদের বিজয়ী হতে হবে। এই নির্বাচনে জয়ী হতেই আমি সরে দাঁড়াচ্ছি। আমার বড় ভাই গোলাম রাব্বানীর কাঁচি প্রতীকে সমর্থন দিচ্ছি।’ 

এ সময় গোলাম রাব্বানী ও আখতারুজ্জামান আক্তার কোলাকুলি করেন। গোলাম রাব্বানী বলেন, ‘আখতারুজ্জামান আক্তার নির্বাচন থেকে সরে গিয়ে আমাকে সমর্থন দিয়েছেন। এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। গোদাগাড়ী-তানোরের মানুষ পরিবর্তনের পক্ষে। তারা আগামী ৭ তারিখে কাঁচি প্রতীকে ভোট দিয়ে এই পরিবর্তন আনবেন।’ 

এ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও দুজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন—চিত্রনায়িকা মাহিয়া মাহি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়েশা আখতার জাহান ডালিয়া। গোলাম রাব্বানী বলেন, সমঝোতার বিষয়ে মাহিয়া মাহির সঙ্গে তাঁর কথা বলার কোনো সুযোগ হয়নি। ডালিয়ার সঙ্গে কথা হয়েছে কি না তা তিনি স্পষ্ট করে বলেননি। তবে নির্বাচনের আগে অনেক কিছুই হতে পারে বলে মন্তব্য করেন গোলাম রাব্বানী। 

এ আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী ২০০১ সাল থেকেই নৌকা পেয়ে আসছেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি প্রথমবার নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পরে ২০১৮ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন। প্রথমবার এমপি হয়ে ওমর ফারুক চৌধুরী কিছুদিন শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বারবার সমালোচিত হয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত