চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অসময়ে যমুনা নদীর ভাঙনে দিশেহারা নদীপারের মানুষ। আকস্মিকভাবে নদীভাঙন শুরু হয়েছে প্রায় ১০ দিন হলো। চৈত্র মাসে শান্ত-স্নিগ্ধ যমুনা নদী হঠাৎ যেন যৌবন ফিরে পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই সপ্তাহের ভাঙনে চৌহালীর দক্ষিণাঞ্চলে শতাধিক বিঘা ফসলি জমি ও ৩০টি বসতবাড়ি এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে।
বিনানই গ্রামের পাঁচটি ও চরসলিমাবাদ গ্রামের ২৫টি বসতবাড়ি যমুনায় গ্রাস করেছে মাত্র কয়েক দিনে। ভাঙন-আতঙ্কে পবিত্র রমজান ও ঈদকে ঘিরে বাঘুটিয়া ইউনিয়নবাসী। ঘর ও মালামাল হেফাজত করতে গিয়ে কর্মহীন হয়ে পরেছেন ভাঙন কবলিত এলাকার মানুষ।
ভাঙন হুমকিতে পড়েছে মিটুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিটুয়ানী হাইস্কুল, চরবিনানই সপ্রাবি, সম্ভুদিয়া সপ্রাবি, সম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, সম্ভুদিয়া আজিজিয়া আলিম মাদ্রাসা, মঞ্জুর কাদের কলেজ সম্ভুদিয়া, বাঘুটিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, চর সলিমাবাদ সপ্রাবি, চরসলিমাবাদ দাখিল মাদ্রাসা, চর সলিমাবাদ বাজার, ভূতের মোড় নৌঘাট, কবরস্থান, পয়লা দাখিল মাদ্রাসা, পয়লা বহুমুখী উচ্চবিদ্যালয়, চৌবাড়িয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, পয়লা সপ্রাবি, কাঁচাপাকা বিভিন্ন স্থাপনাসহ আবাদি জমি।
সরেজমিনে দেখা গেছে, জমিতে লকলকে বেড়ে ওঠা বাড়ন্ত ধানসহ অন্যান্য খেতের অপ্রাপ্ত গাছগুলো কাটছেন চাষিরা।
এ নিয়ে কথা হয় ঘুশুরিয়া গ্রামের কৃষক ফজলুল হক ও ছামাদ সিকদারের সঙ্গে। তাঁরা জানান, প্রায় চার বছর আগে এসে আশ্রয় নিয়েছিলেন বিনানই ও চর সলিমাবাদ গ্রামে। এ নিয়ে পাঁচবার নদীভাঙনের কবলে পড়েছেন তাঁরা। একসময় পৈতৃক বসতবাড়ি আর কিছু জমি থাকলেও এখন তাঁরা ভূমিহীন উদ্বাস্তু। তাঁদের ভাগ্যকে যেন গ্রাস করেছে রাক্ষসী যমুনায়।
বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের বাসিন্দা জব্বার আলী জানান, এ মৌসুমে যমুনা নদীর এমন তাণ্ডবলীলা এলাকাবাসী দেখেনি আগে। চৈত্র-বৈশাখ মাসে যমুনা নদী মরুভূমি হয়ে থাকত, কিন্তু এ বছর ব্যাপক পানি বৃদ্ধি হয়েছে, ফলে শুরু হয়েছে তীব্র নদীভাঙন।
জব্বার আলী আরও বলেন, ‘দুর্গত মানুষের আহাজারি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং সরকারি দপ্তরে পৌঁছাচ্ছে না। আর কত বাড়ি, প্রতিষ্ঠান, ফসলি জমি বিলীন হলে বেড়িবাঁধ ও স্রোতের মুখে ডাম্পিং করা হবে?’
সম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাঘুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী বলেন, কয়েক বছর ধরে এলাকাবাসী নদীভাঙন রোধ প্রকল্পের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তবু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এভাবে চলতে শুরু আগামী কয়েক বছরেই চৌহালীর দক্ষিণাঞ্চল সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (চৌহালী-বেলকুচি) দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মো. মিলটন হোসেন বলেন, জরুরি জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের জন্য আবেদন দেওয়া হয়েছে এবং প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা আছে, যা আগামী ২০ তারিখে মন্ত্রণালয়ের মিটিংয়ে প্রকল্পটি উঠবে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অসময়ে যমুনা নদীর ভাঙনে দিশেহারা নদীপারের মানুষ। আকস্মিকভাবে নদীভাঙন শুরু হয়েছে প্রায় ১০ দিন হলো। চৈত্র মাসে শান্ত-স্নিগ্ধ যমুনা নদী হঠাৎ যেন যৌবন ফিরে পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই সপ্তাহের ভাঙনে চৌহালীর দক্ষিণাঞ্চলে শতাধিক বিঘা ফসলি জমি ও ৩০টি বসতবাড়ি এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে।
বিনানই গ্রামের পাঁচটি ও চরসলিমাবাদ গ্রামের ২৫টি বসতবাড়ি যমুনায় গ্রাস করেছে মাত্র কয়েক দিনে। ভাঙন-আতঙ্কে পবিত্র রমজান ও ঈদকে ঘিরে বাঘুটিয়া ইউনিয়নবাসী। ঘর ও মালামাল হেফাজত করতে গিয়ে কর্মহীন হয়ে পরেছেন ভাঙন কবলিত এলাকার মানুষ।
ভাঙন হুমকিতে পড়েছে মিটুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিটুয়ানী হাইস্কুল, চরবিনানই সপ্রাবি, সম্ভুদিয়া সপ্রাবি, সম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, সম্ভুদিয়া আজিজিয়া আলিম মাদ্রাসা, মঞ্জুর কাদের কলেজ সম্ভুদিয়া, বাঘুটিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, চর সলিমাবাদ সপ্রাবি, চরসলিমাবাদ দাখিল মাদ্রাসা, চর সলিমাবাদ বাজার, ভূতের মোড় নৌঘাট, কবরস্থান, পয়লা দাখিল মাদ্রাসা, পয়লা বহুমুখী উচ্চবিদ্যালয়, চৌবাড়িয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, পয়লা সপ্রাবি, কাঁচাপাকা বিভিন্ন স্থাপনাসহ আবাদি জমি।
সরেজমিনে দেখা গেছে, জমিতে লকলকে বেড়ে ওঠা বাড়ন্ত ধানসহ অন্যান্য খেতের অপ্রাপ্ত গাছগুলো কাটছেন চাষিরা।
এ নিয়ে কথা হয় ঘুশুরিয়া গ্রামের কৃষক ফজলুল হক ও ছামাদ সিকদারের সঙ্গে। তাঁরা জানান, প্রায় চার বছর আগে এসে আশ্রয় নিয়েছিলেন বিনানই ও চর সলিমাবাদ গ্রামে। এ নিয়ে পাঁচবার নদীভাঙনের কবলে পড়েছেন তাঁরা। একসময় পৈতৃক বসতবাড়ি আর কিছু জমি থাকলেও এখন তাঁরা ভূমিহীন উদ্বাস্তু। তাঁদের ভাগ্যকে যেন গ্রাস করেছে রাক্ষসী যমুনায়।
বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের বাসিন্দা জব্বার আলী জানান, এ মৌসুমে যমুনা নদীর এমন তাণ্ডবলীলা এলাকাবাসী দেখেনি আগে। চৈত্র-বৈশাখ মাসে যমুনা নদী মরুভূমি হয়ে থাকত, কিন্তু এ বছর ব্যাপক পানি বৃদ্ধি হয়েছে, ফলে শুরু হয়েছে তীব্র নদীভাঙন।
জব্বার আলী আরও বলেন, ‘দুর্গত মানুষের আহাজারি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং সরকারি দপ্তরে পৌঁছাচ্ছে না। আর কত বাড়ি, প্রতিষ্ঠান, ফসলি জমি বিলীন হলে বেড়িবাঁধ ও স্রোতের মুখে ডাম্পিং করা হবে?’
সম্ভুদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাঘুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী বলেন, কয়েক বছর ধরে এলাকাবাসী নদীভাঙন রোধ প্রকল্পের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তবু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এভাবে চলতে শুরু আগামী কয়েক বছরেই চৌহালীর দক্ষিণাঞ্চল সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (চৌহালী-বেলকুচি) দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী মো. মিলটন হোসেন বলেন, জরুরি জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের জন্য আবেদন দেওয়া হয়েছে এবং প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা আছে, যা আগামী ২০ তারিখে মন্ত্রণালয়ের মিটিংয়ে প্রকল্পটি উঠবে।
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
২ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে