Ajker Patrika

নাটোরে পৃথক স্থানে পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৭: ২২
নাটোরে পৃথক স্থানে পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু

নাটোর সদরের তেবাড়িয়ায় বিজয়া দশমীর পূজা অর্চনার সময় মস্তিষ্কে রক্তক্ষরণে পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় দিকে পৃথক স্থানে ওই দুজন মারা যান।

মৃত দুজন হলেন পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া সর্বজনীন দুর্গামণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী (৬৫) ও নলডাঙ্গা উপজেলার মাধনগর ভট্টপাড়া গ্রামের আলাউদ্দিন আলী (৫৯)।

আলাউদ্দিন মাধনগরের আচরাখালী আনন্দময়ী কালীমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত ছিলেন। অপরদিকে পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি পুলিশ সদস্য ছেলে পার্থ চক্রবর্তীর সঙ্গে নাটোর শহরের হরিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নাটোর জেলা আনসার অ্যাডজুট্যান্ট শফিকুল আলম জানান, গত রাত সাড়ে ৩টার দিকে আচরাখালী আনন্দময়ী কালীমন্দিরে আনসার সদস্য হিসেবে কর্তব্যরত আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। রাতেই তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পরিবারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

অপরদিকে পালপাড়া সর্বজনীন দুর্গামণ্ডপের সাধারণ সম্পাদক অমল সেন জানান, বুধবার সাড়ে ১১টার পর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া হাটের পাশে পালপাড়া সর্বজনীন দুর্গামণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী পূজা করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় মন্দির কমিটির লোকজন তাঁকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত