ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর)
রান্নার কর্মযজ্ঞ শেষে খাবার পরিবেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে। পাশে অপেক্ষায় রয়েছে শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের অসহায়, দরিদ্র ও ভাসমান মানুষ। এই চিত্র দেখা যায় গতকাল মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশে কড়ইতলায় ‘এক বেলার হাসি’ নামে এক কার্যক্রমে।
আজিমনগর রেলওয়ে স্টেশনে বিনা মূল্যে প্রতিদিন এক বেলার এই খাবার পরিবেশন করে লাভলী ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা এই কার্যক্রমকে পরিচয় করিয়ে দিয়েছে ‘এক বেলার হাসি’ নামে। এর মাধ্যমে প্রতিদিন তিন শতাধিক মানুষকে দুপুরের খাবার দেওয়া হয়, যা হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছে। মঙ্গলবার এই কার্যক্রমের ৫৬তম দিনে কড়ইতলায় গিয়ে কথা হয় খেতে আসা মানুষদের সঙ্গে।
বৃদ্ধা আম্বিয়া বেগম জানান, এই কার্যক্রম শুরুর পর থেকে প্রতিদিন নাতনিকে নিয়ে দুপুরের খাবার খেতে আসেন। ভাতের সঙ্গে থাকে মাছ, মাংস কিংবা ডিম। এমন খাবার খেতে পেরে তাঁরা খুশি।
ভাঙ্গারি ব্যবসায়ী জাবেদ মণ্ডল জানান, তিনি গ্রাম ঘুরে বিভিন্ন ভাঙা জিনিসপত্র কেনেন। প্রতিদিন দুপুরে না খেয়ে একবারে সন্ধ্যায় বাড়ি গিয়ে পেট পুরে ভাত খেতেন। লোকমুখে বিনা মূল্যে খাবারের কথা শুনে এখন দুপুর হলেই খাবার খেতে চলে আসেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কল্যাণমূলক এই কাজে যুক্ত রয়েছেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তাঁরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই প্রকল্পে কাজ করছেন। শুরুতে শতাধিক হতদরিদ্র মানুষের খাবারের আয়োজন করা হয়। এখন সেটা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় ৩০০ জনে বাড়ানো হয়েছে।
লাভলী ফাউন্ডেশনের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা পথে অনেক ক্ষুধার্ত মানুষকে দেখি। ওরা এক বেলা খাবারের জন্য সবার কাছে হাত পাতে। তার পরই ফাউন্ডেশনের চেয়ারম্যান সিলভিয়া পারভীন লেনির উদ্যোগে মূলত ক্ষুধার্ত ভাসমান মানুষের জন্য এক বেলার খাবার বিতরণের আয়োজন হয়। বিনা মূল্যে খাবার পাওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকারও বিভিন্ন শ্রেণিপেশার নিম্নবিত্ত মানুষ এখানে দুপুরের খাবার খেতে আসে। বিনা মূল্যে খাবার পেয়ে তারা খুশি। আমরাও চেষ্টা করি তাদের সাধ্যমতো আপ্যায়ন করতে। বিত্তশালীদের আরও সহযোগিতা পেলে এই কার্যক্রম চালিয়ে নেওয়া সহজ হবে।’
তিনি জানান, শুধু এই বেলার খাবার নয়, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন জায়গায় এমন কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া প্রতি ঈদে ঈদসামগ্রী, শীতবস্ত্র বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি করাসহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি।
রান্নার কর্মযজ্ঞ শেষে খাবার পরিবেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে। পাশে অপেক্ষায় রয়েছে শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের অসহায়, দরিদ্র ও ভাসমান মানুষ। এই চিত্র দেখা যায় গতকাল মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশে কড়ইতলায় ‘এক বেলার হাসি’ নামে এক কার্যক্রমে।
আজিমনগর রেলওয়ে স্টেশনে বিনা মূল্যে প্রতিদিন এক বেলার এই খাবার পরিবেশন করে লাভলী ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা এই কার্যক্রমকে পরিচয় করিয়ে দিয়েছে ‘এক বেলার হাসি’ নামে। এর মাধ্যমে প্রতিদিন তিন শতাধিক মানুষকে দুপুরের খাবার দেওয়া হয়, যা হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছে। মঙ্গলবার এই কার্যক্রমের ৫৬তম দিনে কড়ইতলায় গিয়ে কথা হয় খেতে আসা মানুষদের সঙ্গে।
বৃদ্ধা আম্বিয়া বেগম জানান, এই কার্যক্রম শুরুর পর থেকে প্রতিদিন নাতনিকে নিয়ে দুপুরের খাবার খেতে আসেন। ভাতের সঙ্গে থাকে মাছ, মাংস কিংবা ডিম। এমন খাবার খেতে পেরে তাঁরা খুশি।
ভাঙ্গারি ব্যবসায়ী জাবেদ মণ্ডল জানান, তিনি গ্রাম ঘুরে বিভিন্ন ভাঙা জিনিসপত্র কেনেন। প্রতিদিন দুপুরে না খেয়ে একবারে সন্ধ্যায় বাড়ি গিয়ে পেট পুরে ভাত খেতেন। লোকমুখে বিনা মূল্যে খাবারের কথা শুনে এখন দুপুর হলেই খাবার খেতে চলে আসেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কল্যাণমূলক এই কাজে যুক্ত রয়েছেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তাঁরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই প্রকল্পে কাজ করছেন। শুরুতে শতাধিক হতদরিদ্র মানুষের খাবারের আয়োজন করা হয়। এখন সেটা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় ৩০০ জনে বাড়ানো হয়েছে।
লাভলী ফাউন্ডেশনের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা পথে অনেক ক্ষুধার্ত মানুষকে দেখি। ওরা এক বেলা খাবারের জন্য সবার কাছে হাত পাতে। তার পরই ফাউন্ডেশনের চেয়ারম্যান সিলভিয়া পারভীন লেনির উদ্যোগে মূলত ক্ষুধার্ত ভাসমান মানুষের জন্য এক বেলার খাবার বিতরণের আয়োজন হয়। বিনা মূল্যে খাবার পাওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকারও বিভিন্ন শ্রেণিপেশার নিম্নবিত্ত মানুষ এখানে দুপুরের খাবার খেতে আসে। বিনা মূল্যে খাবার পেয়ে তারা খুশি। আমরাও চেষ্টা করি তাদের সাধ্যমতো আপ্যায়ন করতে। বিত্তশালীদের আরও সহযোগিতা পেলে এই কার্যক্রম চালিয়ে নেওয়া সহজ হবে।’
তিনি জানান, শুধু এই বেলার খাবার নয়, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন জায়গায় এমন কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া প্রতি ঈদে ঈদসামগ্রী, শীতবস্ত্র বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি করাসহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে