নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর জন্য সমর্থকদের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গতকাল শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে টিসিবির কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন। তার লোকজন তখন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ি (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।’ বর্তমান কাউন্সিলর এভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন।
শুধু তাই নয়, কাউন্সিলরের লোকজন প্লাস্টিক বোর্ডে ইভিএম মেশিন বানিয়ে শুধু ঠেলাগাড়ি প্রতীক রেখেছিলেন। কীভাবে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিতে হবে, সেটিও ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছিল।
জানতে চাইলে ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৌখিকভাবে কাউন্সিলর প্রার্থী নিযাম উল আযীমকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নিযাম উল আযীম আজকের পত্রিকাকে বলেন, ‘নাথিং টু সে অ্যাবাউট দিস। আসলে কিছু বলার নাই। আমি বর্তমান কাউন্সিলর এই ওয়ার্ডের। ওয়ার্ডবাসী এবার ইভিএমে প্রথম ভোট দেবেন। সে জন্য দেখানো হয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। এটা জনস্বার্থে করা হয়েছে।’
টিসিবির পণ্য দেওয়ার বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, ‘আমি তো নিজে ছিলাম না। ভোট চাইলাম কখন? অন্য কেউ যদি স্বপ্রণোদিত হয়ে ভোট চায়, তাহলে আমার কী করার আছে!’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর জন্য সমর্থকদের বিরুদ্ধে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গতকাল শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে টিসিবির কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করা হচ্ছিল। কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন। তার লোকজন তখন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ি (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।’ বর্তমান কাউন্সিলর এভাবে ভোটারদের প্রভাবিত করছিলেন।
শুধু তাই নয়, কাউন্সিলরের লোকজন প্লাস্টিক বোর্ডে ইভিএম মেশিন বানিয়ে শুধু ঠেলাগাড়ি প্রতীক রেখেছিলেন। কীভাবে ঠেলাগাড়ি প্রতীকে ভোট দিতে হবে, সেটিও ভোটারদের শিখিয়ে দেওয়া হচ্ছিল।
জানতে চাইলে ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৌখিকভাবে কাউন্সিলর প্রার্থী নিযাম উল আযীমকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তিনি ব্যবস্থা নেবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর নিযাম উল আযীম আজকের পত্রিকাকে বলেন, ‘নাথিং টু সে অ্যাবাউট দিস। আসলে কিছু বলার নাই। আমি বর্তমান কাউন্সিলর এই ওয়ার্ডের। ওয়ার্ডবাসী এবার ইভিএমে প্রথম ভোট দেবেন। সে জন্য দেখানো হয়েছে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। এটা জনস্বার্থে করা হয়েছে।’
টিসিবির পণ্য দেওয়ার বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, ‘আমি তো নিজে ছিলাম না। ভোট চাইলাম কখন? অন্য কেউ যদি স্বপ্রণোদিত হয়ে ভোট চায়, তাহলে আমার কী করার আছে!’
কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
১২ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১৪ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১৭ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
২১ মিনিট আগে