ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা জসিম উদ্দিন মণ্ডলের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার ঈশ্বরদী নাগরিক কমিটি, সিপিবি ঈশ্বরদী উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় তাঁর মৃত্যুবার্ষিকী পালন করে।
সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে মুক্তিযোদ্ধা কর্নারে জসিম মণ্ডলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডলের সভাপতিত্বে ও নাগরিক কমিটি সদস্যসচিব মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিবি পাবনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু, পূর্বটেংরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুজ্জামান স্বপন প্রমুখ।
বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবির কেন্দ্রীয় সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
জসিম মণ্ডল ২০১৭ সালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁকে ঈশ্বরদীর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। সেই থেকে প্রতিবছর ঈশ্বরদীতে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
জসিম উদ্দিন মণ্ডল ১৯২৪ সালে বর্তমান কুষ্টিয়া জেলা ও তৎকালীন অবিভক্ত ভারতের নদীয়া জেলার কালিদাসপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। কমিউনিস্ট পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। কমিউনিস্টসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারাবরণ ও ব্রিটিশ সরকারের নির্যাতনের শিকার হন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি ১৯ বছর কারাভোগ করেন।
জসিম মণ্ডলের নিজের বাড়ি ছিল না। ঈশ্বরদীতে বন্দোবস্ত নেওয়া সরকারি একখণ্ড জায়গায় বসবাস করতেন। শহরে পশ্চিমটেংরি বিমানবন্দর সড়কে তাঁর বাড়ির পাশে নিজ উদ্যোগে ১৯৯৬ সালে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। পরবর্তী সময়ে বিদ্যালয়টি সরকারীকরণ হয়। বিদ্যালয়ের নাম দেওয়া হয় পশ্চিমটেংরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা জসিম উদ্দিন মণ্ডলের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার ঈশ্বরদী নাগরিক কমিটি, সিপিবি ঈশ্বরদী উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় তাঁর মৃত্যুবার্ষিকী পালন করে।
সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে মুক্তিযোদ্ধা কর্নারে জসিম মণ্ডলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডলের সভাপতিত্বে ও নাগরিক কমিটি সদস্যসচিব মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিবি পাবনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু, পূর্বটেংরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুজ্জামান স্বপন প্রমুখ।
বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবির কেন্দ্রীয় সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
জসিম মণ্ডল ২০১৭ সালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁকে ঈশ্বরদীর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। সেই থেকে প্রতিবছর ঈশ্বরদীতে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
জসিম উদ্দিন মণ্ডল ১৯২৪ সালে বর্তমান কুষ্টিয়া জেলা ও তৎকালীন অবিভক্ত ভারতের নদীয়া জেলার কালিদাসপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। কমিউনিস্ট পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। কমিউনিস্টসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারাবরণ ও ব্রিটিশ সরকারের নির্যাতনের শিকার হন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি ১৯ বছর কারাভোগ করেন।
জসিম মণ্ডলের নিজের বাড়ি ছিল না। ঈশ্বরদীতে বন্দোবস্ত নেওয়া সরকারি একখণ্ড জায়গায় বসবাস করতেন। শহরে পশ্চিমটেংরি বিমানবন্দর সড়কে তাঁর বাড়ির পাশে নিজ উদ্যোগে ১৯৯৬ সালে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। পরবর্তী সময়ে বিদ্যালয়টি সরকারীকরণ হয়। বিদ্যালয়ের নাম দেওয়া হয় পশ্চিমটেংরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে