Ajker Patrika

৫৪ বছরে যেটা করা হয়নি, তা দেড় বছরে সম্ভব নয়: রিজওয়ানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
আপডেট : ১৯ মে ২০২৫, ১৯: ৩২
নাটোরে বড়াল-১ ভেল্ট রেগুলেটর পরিদর্শন করেন পানিসম্পদ উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
নাটোরে বড়াল-১ ভেল্ট রেগুলেটর পরিদর্শন করেন পানিসম্পদ উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দীর্ঘ ৫৪ বছরে যেটা করা সম্ভব হয়নি, তা মাত্র দেড় বছরে করা সম্ভব নয়। সবকিছু সমাধান করা না গেলেও সমস্যা সমাধানে রূপরেখা করে যাওয়া সম্ভব। যা ইতিমধ্যেই আমরা শুরু করেছি।

যার অংশ হিসেবে প্রতিটা বিভাগে আমরা একটি করে নদী নিয়েছি। আসলে প্রতিটি জেলায় একটি করে নদী দখলমুক্ত-দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়েছি। সেগুলোর কাজ করে যাওয়ার সময় আমরা পাব না। প্রতিটি বিভাগে একটি করে নদী বাঁচাতে সরকার উদ্যোগ নিয়েছে।’

আজ সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় বড়াল-১ ভেল্ট রেগুলেটর ও বড়াল নদ পরিদর্শনে এসে উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বড়ালকে বাঁচাতে ও প্রয়োজনে নদী খনন করে নদীর গতিপ্রবাহ ঠিক করার জন্য আমরা এসেছি। নদী হচ্ছে জনগণের সম্পদ। এ সম্পদ কারও ব্যক্তিগত নয়, একান্ত জনগণের।

তাই প্রশাসন ও আপনারা মিলে নদীরক্ষায় কাজ করতে হবে। চারঘাট থেকে বড়াল পর্যন্ত কতটুকু খনন লাগবে, তা আমরা বুঝতে পারব। আমরা যতটুকু পারি নদীরক্ষার কাজ এগিয়ে দিয়ে যাব।’

পানিসম্পদ উপদেষ্টা আরও বলেন, ‘কৃষক যাতে তাঁর ফসলের জমিতে সেচ দিতে পারেন। সেই সঙ্গে নাব্যতা রক্ষা ও দূষণের হাত থেকে নদীকে বাঁচাতে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি ও ঢাকায় আলাদা চারটি নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করছি।’

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নাটোরের তত্ত্বাবধায়ক প্রবীর কুমার গোম্বতীত, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত