Ajker Patrika

নাটোর চিনিকলের প্রহরীদের বেঁধে রেখে কারখানায় ডাকাতি

নাটোর প্রতিনিধি 
নাটোর চিনিকলে ডাকাতি। ছবি: আজকের পত্রিকা
নাটোর চিনিকলে ডাকাতি। ছবি: আজকের পত্রিকা

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাত দল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত ডাকাতির এ ঘটনা ঘটে।

চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, রোববার রাতে প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির মধ্যে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এ সময় ১২ জন নিরাপত্তা প্রহরীকে চিনিকলের কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে চলে যায়।

ভোর সাড়ে ৪টার সময় নিরাপত্তাপ্রহরীদের আরেকটি দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় তাঁরা মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে নিরাপত্তা প্রহরীদের মিলের ভেতরে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ বিষয়ে নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক প্রশাসন মো. আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত