সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণের পর বিক্রি করে দেওয়া শিশু দিঘী মনিকে (৮ মাস) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত দিঘী মনিকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল রোববার রাতে যশোরের তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের গোলদার শেখের ছেলে কালাম শেখ (৪০) ও একই থানার কুড়িগাতী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।
বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপহৃত দিঘী মনির পরিবার রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকত। গ্রেপ্তার কালাম শেখ শিশুটির মায়ের পূর্বপরিচিত। তাঁরা একই সঙ্গে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। পরিচিত হওয়ার সুবাদে কালাম শেখ গত ৩০ মার্চ শিশু দিঘী মনির বাড়িতে আসেন। মা মরিয়ম খাতুনকে মাঠা পান করিয়ে দিঘী মনিকে অপহরণ করে নিয়ে যান।
এ ঘটনায় কালাম শেখকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন শিশুটির মা। শিশুটিকে উদ্ধার ও অপহরণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন একটি টিম গঠন করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত অপহরণকারী কালাম শেখকে ৪ এপ্রিল রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ এপ্রিল রায়গঞ্জ থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, যশোর জেলায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।
৮০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে ওসি জানিয়েছেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণের পর বিক্রি করে দেওয়া শিশু দিঘী মনিকে (৮ মাস) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত দিঘী মনিকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল রোববার রাতে যশোরের তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের গোলদার শেখের ছেলে কালাম শেখ (৪০) ও একই থানার কুড়িগাতী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।
বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপহৃত দিঘী মনির পরিবার রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকত। গ্রেপ্তার কালাম শেখ শিশুটির মায়ের পূর্বপরিচিত। তাঁরা একই সঙ্গে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। পরিচিত হওয়ার সুবাদে কালাম শেখ গত ৩০ মার্চ শিশু দিঘী মনির বাড়িতে আসেন। মা মরিয়ম খাতুনকে মাঠা পান করিয়ে দিঘী মনিকে অপহরণ করে নিয়ে যান।
এ ঘটনায় কালাম শেখকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন শিশুটির মা। শিশুটিকে উদ্ধার ও অপহরণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন একটি টিম গঠন করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত অপহরণকারী কালাম শেখকে ৪ এপ্রিল রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ এপ্রিল রায়গঞ্জ থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, যশোর জেলায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।
৮০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে ওসি জানিয়েছেন।
প্রধান শিক্ষক নিয়োগ এবং পরিচালনা কমিটি নিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। আজ সোমবার দুপুরে...
৪ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়ার চরদুর্লভ খান আব্দুল হাই সরকার স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। টাকা দিতে না পেরে অনেক শিক্ষার্থী এখনো প্রবেশপত্র হাতে পায়নি। তারা দুশ্চিন্তায় সময় পার করছে।
৮ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক পাকা করার কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার রাতে উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকায় এ বাধা দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে কাঠগীর সীমান্ত পর্যন্ত
১১ মিনিট আগেআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাইজ উদ্দিন (৪০) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। আজ সোমবার বিকেলে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা শামীম গাজী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। হামলার জন্য শামীম...
২৮ মিনিট আগে