Ajker Patrika

২০ বছর পর আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে আগামীকাল রোববার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৫
২০ বছর পর আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন হবে আগামীকাল রোববার

দীর্ঘ ২০ বছর পর পাবনার আটঘরিয়ায় সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল রোববার দুপুর ২টায় উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে।

জানা যায়, সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন তাঁদের প্রার্থিতা প্রকাশ করে ব্যানার ও পোস্টারে ছেয়ে দিয়েছেন উপজেলা সদর, দেবোত্তরসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থান। সম্মেলনে আগত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে দ্বিতীয় অধিবেশন শুরু করা হবে। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নূরুজ্জামান বিশ্বাস। সম্মেলনের উদ্বোধন করবেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শহিদুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল। 

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক হোসেন ও মো. শরিফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত