Ajker Patrika

বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৬: ৫৮
বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে লিটন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপরে উপজেলার খাকসা স্কুলপাড়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। 

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত লিটন হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। 

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, লিটন হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে পাবনা জেলার চাটমোহর উপজেলার নানার বাড়িতে থাকে। সোমবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় লিটন হোসেনকে। আজ দুপুরে লিটন হোসেনের বাড়ির পাশে ভুট্টার জমিতে সার দিতে গিয়ে গন্ধ পায় ওই গ্রামের মৃত এরশাদ ফকিরের ছেলে নাসির ফকির। পরে জানালা দিয়ে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। 

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

লিটনের বোন রুমা বেগম বলেন, ‘সোমবার রাতে ফোন দিয়ে বলেছিল মঙ্গলবার আমার বাড়িতে আসবে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।’ 

লিটনের হোসেনের ভাতিজা বেলাল হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় চাচার ছেলে লিখন হোসেন সঙ্গে চা খেয়ে চাটমোহর চলে যাই। তার পর থেকে আর যোগাযোগ ছিল না।’ 

বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি ৩ দপ্তরে ডিজি, একটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের দাবি

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ সেনাপ্রধানসহ রাজনীতিবিদেরা

কেরালায় দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত