বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে লিটন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপরে উপজেলার খাকসা স্কুলপাড়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত লিটন হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, লিটন হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে পাবনা জেলার চাটমোহর উপজেলার নানার বাড়িতে থাকে। সোমবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় লিটন হোসেনকে। আজ দুপুরে লিটন হোসেনের বাড়ির পাশে ভুট্টার জমিতে সার দিতে গিয়ে গন্ধ পায় ওই গ্রামের মৃত এরশাদ ফকিরের ছেলে নাসির ফকির। পরে জানালা দিয়ে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
লিটনের বোন রুমা বেগম বলেন, ‘সোমবার রাতে ফোন দিয়ে বলেছিল মঙ্গলবার আমার বাড়িতে আসবে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।’
লিটনের হোসেনের ভাতিজা বেলাল হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় চাচার ছেলে লিখন হোসেন সঙ্গে চা খেয়ে চাটমোহর চলে যাই। তার পর থেকে আর যোগাযোগ ছিল না।’
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে লিটন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপরে উপজেলার খাকসা স্কুলপাড়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত লিটন হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, লিটন হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে পাবনা জেলার চাটমোহর উপজেলার নানার বাড়িতে থাকে। সোমবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় লিটন হোসেনকে। আজ দুপুরে লিটন হোসেনের বাড়ির পাশে ভুট্টার জমিতে সার দিতে গিয়ে গন্ধ পায় ওই গ্রামের মৃত এরশাদ ফকিরের ছেলে নাসির ফকির। পরে জানালা দিয়ে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
লিটনের বোন রুমা বেগম বলেন, ‘সোমবার রাতে ফোন দিয়ে বলেছিল মঙ্গলবার আমার বাড়িতে আসবে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।’
লিটনের হোসেনের ভাতিজা বেলাল হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় চাচার ছেলে লিখন হোসেন সঙ্গে চা খেয়ে চাটমোহর চলে যাই। তার পর থেকে আর যোগাযোগ ছিল না।’
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজের লেখা কবিতার পাশাপাশি স্ত্রীর নামেও কবিতা ছাপিয়েছেন। বিকৃত করেছেন গল্প। চিত্রকলার কোনো ডিগ্রি না থাকলেও ছেলেকে দিয়ে আঁকিয়েছেন ছবি। এভাবেই চাকমা ভাষার পাঠ্যবইকে ‘পারিবারিক বই’-এ পরিণত করেছেন চাকমা মাতৃভাষা বইয়ের উন্নয়ন কমিটির আহ্বায়ক প্রসন্ন কুমার চাকমা। ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রম
৬ ঘণ্টা আগেরংপুরের বদরগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যবাহী পশু মেলার মাঠ ধ্বংস করে দুটি পুকুর খননের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার পতনের আগে এ প্রকল্প হাতে নেওয়া হলেও সম্প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেবাগানে বাগানে গাছভরা মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। গত শনিবার রাজশাহী মহানগরের কিছু এলাকা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় বৃষ্টি হয়েছে। ছিল ধুলোঝড়। বাঘায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। গতকাল রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জে এবং সকালে বৃষ্টি হয়েছে নওগাঁর বিভিন্ন এলাকায়। এই ফাগুনের হঠাৎ বৃষ্ট
৭ ঘণ্টা আগেরাজশাহী বিভাগে জ্বালানি পরিবহন এবং বিক্রি নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের নেতাদের হাতে। নিজেদের স্বার্থে ব্যাঘাত ঘটলেই তাঁরা ধর্মঘটের ডাক দিয়ে জ্বালানি খাতকে জিম্মি করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, গত ১৫ বছর তাঁরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির ইজারামূল্য (মাশুল) পরিশোধ করেননি গায়ের জোরে। শুধু বগুড়
৭ ঘণ্টা আগে