Ajker Patrika

নৌকা প্রতীক ছাড়াই তানোরের সরনজাইয়ে ইউপি নির্বাচন ৭ ফেব্রুয়ারি

তানোর (রাজশাহী) প্রতিনিধি
নৌকা প্রতীক ছাড়াই তানোরের সরনজাইয়ে ইউপি নির্বাচন ৭ ফেব্রুয়ারি

নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াই রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে আজ মঙ্গলবার রাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল, সেই পর্যায় থেকে শুরু হবে। সরনজাই ইউনিয়নের এ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আব্দুল মালেকের অংশগ্রহণের আইনগত সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

এর আগে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বছরের ১১ নভেম্বর তানোরের সরনজাই ইউনিয়নে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও সম্পূর্ণ করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোটের আগের দিন সন্ধ্যায় ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। 
সে সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, প্রার্থিতা নিয়ে আইনি জটিলতায় এই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, স্থগিত থাকা সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছিলেন পাঁচ প্রার্থী। এর মধ্যে তিনজনই স্বতন্ত্র। তাঁরা হলেন, চশমা প্রতীকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, আনারস প্রতীকে ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান, মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগ বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সরকার এবং হাতপাখা প্রতীকে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাফিউল ইসলাম। 
 
তবে ঋণ খেলাপি থাকায় উপজেলা নির্বাচন অফিসেই প্রার্থিতা বাতিল হয়ে যায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেকের। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। কিন্তু পরে আওয়ামী লীগ বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সরকার বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনলে আপিল বিভাগের চেম্বার জজের আদালতের নির্দেশ আটকে যায় আব্দুল মালেকের প্রার্থিতা। 
 
উল্লেখ্য, সরনজাই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ২৩ জন প্রার্থী আছেন ভোটের মাঠে। এই ইউনিয়নে মোট ভোটার ৮ হাজার ১২১ জন। এর মধ্যে ৩ হাজার ৯৫৮ জন পুরুষ এবং ৪ হাজার ১৬৩ জন মহিলা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত