ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে এক প্রার্থীকে ভোট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দুই ভোটারের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পুকুর মালিক আহসান হাবিব থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন ৮ জন। নির্বাচনে শ্যামগাতি গ্রামের সোলাইমান আলীর ছেলে আমিনুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পরাজিত হন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন পরবর্তী শ্যামগাতী গ্রামে সামাজিক বৈঠক হয়। ওই বৈঠকে শ্যামগাতী গ্রামের কানু শেখের ছেলে মাছ চাষি আহসান হাবিব উপস্থিত ছিলেন। বৈঠকের একপর্যায়ে ভোট না দেওয়াকে কেন্দ্র করে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুলের সঙ্গে আহসান হাবিবের কথা কাটাকাটি হয়।
বৃহস্পতিবার সকালের দিকে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ও তাঁর লোকজন আহসান হাবিব ও আনোয়ার হোসেনের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলের দিকে আহসান হাবিব বাদী হয়ে ওই পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে পরাজিত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, গ্রাম্য বৈঠকে আহসান হাবিবের সঙ্গে ভোটের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তার বিরুদ্ধে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বলেন, বিষ প্রয়োগে পুকুরে মাছ মেরে ক্ষতির অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে এক প্রার্থীকে ভোট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দুই ভোটারের পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পুকুর মালিক আহসান হাবিব থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন ৮ জন। নির্বাচনে শ্যামগাতি গ্রামের সোলাইমান আলীর ছেলে আমিনুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পরাজিত হন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন পরবর্তী শ্যামগাতী গ্রামে সামাজিক বৈঠক হয়। ওই বৈঠকে শ্যামগাতী গ্রামের কানু শেখের ছেলে মাছ চাষি আহসান হাবিব উপস্থিত ছিলেন। বৈঠকের একপর্যায়ে ভোট না দেওয়াকে কেন্দ্র করে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুলের সঙ্গে আহসান হাবিবের কথা কাটাকাটি হয়।
বৃহস্পতিবার সকালের দিকে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ও তাঁর লোকজন আহসান হাবিব ও আনোয়ার হোসেনের তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলের দিকে আহসান হাবিব বাদী হয়ে ওই পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমিনুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে পরাজিত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, গ্রাম্য বৈঠকে আহসান হাবিবের সঙ্গে ভোটের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তার বিরুদ্ধে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের মিথ্যা অভিযোগ করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বলেন, বিষ প্রয়োগে পুকুরে মাছ মেরে ক্ষতির অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
২২ মিনিট আগে