Ajker Patrika

দেড় মাস ধরে গরুটির মালিককে খোঁজা হয়েছে

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৩: ০৩
দেড় মাস ধরে গরুটির মালিককে খোঁজা হয়েছে

প্রায় দেড় মাস ধরে একটি গরুর মালিকের খোঁজ করা হয়েছিল। এর জন্য পুরো এলাকায় টানা কয়েক দিন মালিকের সন্ধান চেয়ে প্রচারও করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই মালিকের সন্ধান মেলেনি। শেষে গতকাল বুধবার রাতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে এর অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়েছে। ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি গ্রামের।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ভোরে বাড়ির পাশে বীজতলা পরিচর্যা করতে যান উপজেলার হাজরাহাটি গ্রামের দেলোয়ার হোসেন। সেখানে তিনি হালকা লাল বর্ণের একটি বকনা গরু ঘোরাফেরা করতে দেখেন। একই গ্রামের ওসমান, মান্নান ও খালেকের উপস্থিতিতে গরুটি তাঁর বাড়িতে নিজ জিম্মায় রাখেন। 

পরে মাইক দিয়ে মালিকের সন্ধান চেয়ে টানা কয়েক দিন প্রচার চালানো হয়। কোনোভাবেই গরুর মালিকের সন্ধান মিলছিল না। পরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের উপস্থিতিতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে সেই অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়।

এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, ‘গরুটি আমার বাড়িতে রাখা যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। অনেকে এসে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাত। আমি বিষয়টা চেয়ারম্যানকে জানাই। তিনি গত রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে এই ব্যবস্থা করে দিয়েছেন।’

স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী বলেন, ‘এলাকার সবাই জানে দেলোয়ার একটি গরু পেয়েছিলেন। মালিকের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করেছেন তিনি। কিন্তু গরুটির মালিক পাওয়া যায়নি। এ অবস্থায় চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে গরুটি বিক্রি করা হয়েছে ৪৪ হাজার ৫০০ টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেই টাকা মসজিদে দিয়েছি।’

চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, ‘অনেক চেষ্টা করেও তারা গরুর মালিকের সন্ধান পায়নি। গরুটি কী করবে ভেবে না পেয়ে আমাকে জানালে বুধবার রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে গরুটি বিক্রি করা হয়। ৪৪ হাজার ৫০০ টাকার মধ্যে ৩০ হাজার স্থানীয় তিনটি মসজিদে দান করে বাকি টাকা খরচ বাবদ দেলোয়ারকে দিয়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত