Ajker Patrika

ক্রেতা সেজে ট্যাপেন্টা ব্যবসায়ীকে ধরল র‍্যাব

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৮
ক্রেতা সেজে ট্যাপেন্টা ব্যবসায়ীকে ধরল র‍্যাব

ফার্মেসিতে ওষুধের পাশাপাশি মাদক ট্যাপেন্টা বিক্রি করছিলেন সাইফুল ইসলাম (৫০)। ক্রেতা সেজে সেই ফার্মেসিতে ট্যাপেন্টা কিনতে গিয়েছিলেন র‍্যাবের এক সদস্য। ফার্মেসিতে গিয়ে দরদাম মিটিয়ে দোকানদার মাদক বের করতেই তাঁকে হাতেনাতে ধরে গ্রেপ্তার করেন র‍্যাবের সদস্য।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম কালাই উপজেলার উদয়পুর কড়মকা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারের একটি ফার্মেসি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই ফার্মেসি থেকে ৩৮০টি ট্যাপেন্টা ট্যাবলেট জব্দ করে র‍্যাব। 

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির বলেন, ফার্মেসি থেকে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে, এমন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব মাদক উঠতি বয়সী তরুণদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেন। 

কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, ‘রাতেই র‍্যাব-৫ বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে। আসামিকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত