রফিকুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ)
ভারী বর্ষণ আর জোয়ারের পানি আসতে শুরু করেছে চলনবিলে। উজান থেকে নেমে আসা পানিতে ভরে উঠেছে চলনবিলের ছোট-বড় প্রায় অর্ধশত খাল-বিল। নতুন পানির সঙ্গে আসছে শোল, বোয়াল, ট্যাংরা, পুঁটি, কই, শিং, মাগুর, চাপিলা, পাবদাসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ।
সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের মৎস্যজীবী আসলাম হোসেন বলেন, চলনবিলের খাল ও নিম্নাঞ্চলে বর্ষার পানি আসতে শুরু করেছে। আর কদিন পরে পুরো বিল পানিতে ভরে উঠবে। নতুন পানির সঙ্গে বিভিন্ন প্রজাতির দেশি মাছ দেখা যাচ্ছে।
বিলপাড়ের লোকজন বর্ষার আগমনে আলাদা আলাদা পেশা বেছে নিচ্ছেন। কেউ নৌকা দিয়ে মালামাল পরিবহন করবেন, কেউ বা করবেন মানুষ পারাপার। কেউ আবার নৌকা দিয়ে মাছ শিকার করবেন। এ ছাড়া কেউ মাছ শিকারের জন্য বিভিন্ন ধরনের জাল বানিয়ে বিক্রি করছেন স্থানীয় হাট-বাজারে।
সরেজমিনে চলনবিল ঘুরে দেখা যায়, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকোঁড়শোন গ্রামে বর্ষা সামনে রেখে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা।
উপজেলার সগুনা ইউনিয়নের মাকোঁড়শন গ্রামের কাঠমিস্ত্রি সোহান হোসেন বলেন, বর্ষা মৌসুমে বিলের দুর্গম এলাকাগুলোর পথঘাট পানিতে ডুবে যায়। এসব এলাকার মানুষের স্বাভাবিক চলাফেরায় তখন একমাত্র বাহন হয়ে ওঠে নৌকা। এবার নৌকার চাহিদা একটু বেশি মনে হচ্ছে। তাই অনেকেই বর্ষা আসার আগেই নৌকা মেরামত ও তৈরির কাজ করছেন। আমরা পুরোনো নৌকা মেরামতের পাশাপাশি নতুন নৌকাও বানাচ্ছি।
চলনবিলের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর হাটে জাল বাজারে গিয়ে দেখা যায়, বিলপাড়ের মৌসুমি মৎস্যজীবীদের মাছ ধরার জাল কেনাবেচার হিড়িক। এখানে মাছ শিকারের জন্য বিভিন্ন ধরনের জাল বিক্রি হচ্ছে। বাদাই, কারেন্ট, ফাঁসি, চায়নানেট, তেউরিসহ নানা ধরনের জাল বিক্রি হচ্ছে। এ ছাড়া বিক্রি হচ্ছে দেশে তৈরি কোঁচ, জুতি, টেঁটা, চাঁই, খৈলশানী, দোয়ার ও ভাইর।
তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ভেঁটুয়া গ্রামের জহির উদ্দিন বলেন, বর্ষার মৌসুমে চলনবিল এলাকায় তেমন কোনো কাজকর্ম থাকে না। তাই এ সময় বিলপাড়ের গরিব লোকজন মাছ ধরার পেশাকে বেছে নেয়।
তাড়াশ উপজেলার বৃহৎ মহিষলুটি মৎস্য আড়ত কমিটির সাধারণ সম্পাদক কিসমত আলী দুলু বলেন, চলনবিলের খাল-বিল ও মাঠে আসতে শুরু করেছে বর্ষার পানি। আর ওই বর্ষার পানির সঙ্গে আসা দেশি প্রজাতির নতুন নতুন মাছ মৎস্যজীবীরা ধরে এ আড়তে বিক্রির জন্য এনেছেন।
তবে ডিমওয়ালা মাছ ধরা নিষিদ্ধ থাকা সত্ত্বেও একশ্রেণির অসাধু ও শৌখিন মৎস্যজীবী অবাধে ডিমওয়ালা মাছ ধরছেন। ডিমওয়ালা মাছ ধরা ঠেকাতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ।
মশগুল আজাদ বলেন, চলনবিলের খাল-বিল বর্ষার পানিতে ভরে উঠতে শুরু করেছে। পানির সঙ্গে সঙ্গে দেশি প্রজাতির ছোট-বড় ও ডিমওয়ালা মা মাছও আসছে। রেণু পোনা ও ডিমওয়ালা মাছ নিধন ঠেকাতে চলনবিলের তাড়াশ অংশে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
উল্লেখ্য, জুন-জুলাই মাসে ডিম ছাড়ে মা-মাছগুলো। এই সময়টাতে মাছ ধরা নিষিদ্ধ। ১৯৫০ সালের মৎস্য আইন অনুযায়ী ডিম এবং মা-মাছ শিকার আইনগতভাবে নিষিদ্ধ।
ভারী বর্ষণ আর জোয়ারের পানি আসতে শুরু করেছে চলনবিলে। উজান থেকে নেমে আসা পানিতে ভরে উঠেছে চলনবিলের ছোট-বড় প্রায় অর্ধশত খাল-বিল। নতুন পানির সঙ্গে আসছে শোল, বোয়াল, ট্যাংরা, পুঁটি, কই, শিং, মাগুর, চাপিলা, পাবদাসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ।
সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের মৎস্যজীবী আসলাম হোসেন বলেন, চলনবিলের খাল ও নিম্নাঞ্চলে বর্ষার পানি আসতে শুরু করেছে। আর কদিন পরে পুরো বিল পানিতে ভরে উঠবে। নতুন পানির সঙ্গে বিভিন্ন প্রজাতির দেশি মাছ দেখা যাচ্ছে।
বিলপাড়ের লোকজন বর্ষার আগমনে আলাদা আলাদা পেশা বেছে নিচ্ছেন। কেউ নৌকা দিয়ে মালামাল পরিবহন করবেন, কেউ বা করবেন মানুষ পারাপার। কেউ আবার নৌকা দিয়ে মাছ শিকার করবেন। এ ছাড়া কেউ মাছ শিকারের জন্য বিভিন্ন ধরনের জাল বানিয়ে বিক্রি করছেন স্থানীয় হাট-বাজারে।
সরেজমিনে চলনবিল ঘুরে দেখা যায়, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকোঁড়শোন গ্রামে বর্ষা সামনে রেখে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা।
উপজেলার সগুনা ইউনিয়নের মাকোঁড়শন গ্রামের কাঠমিস্ত্রি সোহান হোসেন বলেন, বর্ষা মৌসুমে বিলের দুর্গম এলাকাগুলোর পথঘাট পানিতে ডুবে যায়। এসব এলাকার মানুষের স্বাভাবিক চলাফেরায় তখন একমাত্র বাহন হয়ে ওঠে নৌকা। এবার নৌকার চাহিদা একটু বেশি মনে হচ্ছে। তাই অনেকেই বর্ষা আসার আগেই নৌকা মেরামত ও তৈরির কাজ করছেন। আমরা পুরোনো নৌকা মেরামতের পাশাপাশি নতুন নৌকাও বানাচ্ছি।
চলনবিলের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর হাটে জাল বাজারে গিয়ে দেখা যায়, বিলপাড়ের মৌসুমি মৎস্যজীবীদের মাছ ধরার জাল কেনাবেচার হিড়িক। এখানে মাছ শিকারের জন্য বিভিন্ন ধরনের জাল বিক্রি হচ্ছে। বাদাই, কারেন্ট, ফাঁসি, চায়নানেট, তেউরিসহ নানা ধরনের জাল বিক্রি হচ্ছে। এ ছাড়া বিক্রি হচ্ছে দেশে তৈরি কোঁচ, জুতি, টেঁটা, চাঁই, খৈলশানী, দোয়ার ও ভাইর।
তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ভেঁটুয়া গ্রামের জহির উদ্দিন বলেন, বর্ষার মৌসুমে চলনবিল এলাকায় তেমন কোনো কাজকর্ম থাকে না। তাই এ সময় বিলপাড়ের গরিব লোকজন মাছ ধরার পেশাকে বেছে নেয়।
তাড়াশ উপজেলার বৃহৎ মহিষলুটি মৎস্য আড়ত কমিটির সাধারণ সম্পাদক কিসমত আলী দুলু বলেন, চলনবিলের খাল-বিল ও মাঠে আসতে শুরু করেছে বর্ষার পানি। আর ওই বর্ষার পানির সঙ্গে আসা দেশি প্রজাতির নতুন নতুন মাছ মৎস্যজীবীরা ধরে এ আড়তে বিক্রির জন্য এনেছেন।
তবে ডিমওয়ালা মাছ ধরা নিষিদ্ধ থাকা সত্ত্বেও একশ্রেণির অসাধু ও শৌখিন মৎস্যজীবী অবাধে ডিমওয়ালা মাছ ধরছেন। ডিমওয়ালা মাছ ধরা ঠেকাতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ।
মশগুল আজাদ বলেন, চলনবিলের খাল-বিল বর্ষার পানিতে ভরে উঠতে শুরু করেছে। পানির সঙ্গে সঙ্গে দেশি প্রজাতির ছোট-বড় ও ডিমওয়ালা মা মাছও আসছে। রেণু পোনা ও ডিমওয়ালা মাছ নিধন ঠেকাতে চলনবিলের তাড়াশ অংশে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
উল্লেখ্য, জুন-জুলাই মাসে ডিম ছাড়ে মা-মাছগুলো। এই সময়টাতে মাছ ধরা নিষিদ্ধ। ১৯৫০ সালের মৎস্য আইন অনুযায়ী ডিম এবং মা-মাছ শিকার আইনগতভাবে নিষিদ্ধ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
৩০ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩৭ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
১ ঘণ্টা আগে