Ajker Patrika

বগুড়ায় আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ০১: ২৫
বগুড়ায় আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ সোমবার বিকেলে আজকের পত্রিকার বগুড়া কার্যালয়ে এ আয়োজন করা হয়। কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার বগুড়া প্রতিনিধি শাপলা খন্দকার সোমা। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত হোসেন, বাংলাভিশনের বগুড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া।

বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, ‘আজকের পত্রিকা খুব অল্প সময়ে খ্যাতি অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের এই খ্যাতি ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনায় আজকের পত্রিকা গণমানুষের কণ্ঠস্বর হয়ে এগিয়ে চলুক দুর্বার গতিতে।’ 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, ‘আজকের পত্রিকার পরিশ্রমী সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই আজকের পত্রিকা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।’ 

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছেএ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবু, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজন, মানবজমিন পত্রিকার উত্তরবঙ্গ প্রধান প্রতীক ওমর, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, ডেইলি স্টার পত্রিকার বগুড়া প্রতিনিধি মোস্তাফা সবুজ, এখন টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, ডেইলি বাংলাদেশের বগুড়া প্রতিনিধি ও জয়যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাসুম হোসেন, অনলাইন নিউজ পোর্টাল পুন্ড্রকথার ভারপ্রাপ্ত সম্পাদক অরূপ রতন শীলসহ সংবাদ প্রতিনিধিরা।

আরও উপস্থিত ছিলেন আজকের পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি খালিদ হাসান, আদমদীঘি প্রতিনিধি সাগর খান, শাজাহানপুর প্রতিনিধি আরিফুর রহমান মিঠু, শেরপুর প্রতিনিধি রঞ্জন কুমার দে, সারিয়াকান্দি প্রতিনিধি সাহাদত হোসেন, নন্দীগ্রাম প্রতিনিধি অদ্বৈত কুমার আকাশসহ জেলা পুলিশের সদস্যসহ অনেকে। 

অনুষ্ঠানে আজকের পত্রিকার বগুড়া প্রতিনিধি শাপলা খন্দকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত