Ajker Patrika

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রী

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৮: ১৯
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রী

লালপুর (নাটোর): বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ধরণা দিচ্ছে দশম শ্রেণির এক ছাত্রী। প্রেমিকের পরিবার তাকে গ্রহণ না করায় পরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অবস্থান করে সে। প্রশাসনের আশ্বাসে বর্তমানে পরিবারের কাছে ফিরে গেছে মেয়েটি। তবে উপযুক্ত বয়স না হওয়ায় আটকে গেছে বিয়ে। নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, তারা দুজনই স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী (১৬)। সহপাঠী থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, শারীরিক সম্পর্ক হয়। বর্তমানে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা। এমন পরিস্থিতে ছেলেটি সম্পর্কের স্বীকৃতি না দেওয়ায় গতকাল রোববার বিকেলে মেয়েটি প্রেমিকের বাড়ি গিয়ে হাজির হয়।

কিন্তু প্রেমিকের স্বজনরা মেয়েটিকে বাড়িতে উঠতে দেয়নি। তাই সে সাবেক ইউপি সদস্য মোমেনার বাড়িতে আশ্রয় নেয়। একপর্যায়ে ছেলের পরিবার বিয়েতে রাজি হলে মেয়ের পরিবার ২০ লাখ টাকা মোহরানা দাবি করে। তবে ছেলের পরিবার ৫ লাখ টাকা দিতে সম্মত হলেও এখন পর্যন্ত বিয়ে হয়নি। মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন তালাশ জানান, মেয়েটিকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলেটিকে জিজ্ঞাসাবাদের জন্য লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছিল। বিষয়টি নিজেদের মধ্যে সমঝোতা করবে বলে উভয় পরিবার মুচলেকা দিয়ে আজ সোমবার আটককৃতকে পুলিশ ফাঁড়ি থেকে নিয়ে গেছে। তবে বিধি মোতাবেক বয়স না হওয়ায় তাদের বিয়ে হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত