Ajker Patrika

সড়কে শৃঙ্খলা ফেরানোর ও বাসভাড়া কমানোর দাবি

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৫, ১৭: ১০
শহরের যানজট দূরীকরণ, দুর্ঘটনা কমানো ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকরের দাবিতে শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পিরোজপুর যাত্রীকল্যাণ সমিতি। ছবি: আজকের পত্রিকা
শহরের যানজট দূরীকরণ, দুর্ঘটনা কমানো ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকরের দাবিতে শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পিরোজপুর যাত্রীকল্যাণ সমিতি। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর শহরের যানজট দূরীকরণ, দুর্ঘটনা কমানো ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যাত্রীকল্যাণ সমিতি। আজ শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্যসচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো. নাসির উদ্দিন ও লাইজু আক্তার এবং যুগ্ম সদস্যসচিব তানিয়া রহমান ও নাইম উদ্দিন আকন।

লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক মাইনুল আহসান মুন্না বলেন, ‘পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে। এ ছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন অত্যধিকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োজন।’

পিরোজপুরের সব রুটে চলাচলরত শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করা এবং যাত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাসের চালক ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করারও দাবি জানান বক্তারা।

সমিতির এ দাবিগুলো বাস্তবায়নের জন্য পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হবে বলেও জানান আহ্বায়ক মাইনুল আহসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত