Ajker Patrika

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি
পুলিশের হাতে গ্রেপ্তার ফারুক খান। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার ফারুক খান। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক খানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক খানকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বছরের ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়। এ মামলায় ফারুক খানের নাম এজাহারে না থাকলেও তাঁকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে এখন আইসিসিকে দুষছে পাকিস্তান

এলাকার খবর
Loading...