দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় নিজ ঘরে নামাজ পড়া অবস্থায় এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম মোসা. আমেনা বেগম (৬২)। তিনি ওই এলাকার মো. ইউনূস মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরে আমেনা ও তাঁর স্বামী ইউনূস থাকেন। রাতে ইউনূস তারাবির নামাজ পড়তে মসজিদে যান। আমেনা ঘরে নামাজ পড়ছিলেন। ভুলবশত তিনি দরজার ছিটকিনি দেননি। দরজা খোলা পেয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে পেছন থেকে বৃদ্ধার মাথায় কোপ ও ঘাড়ে বাড়ি দেয়। এতে তিনি চিৎকার দিয়ে জায়নামাজের ওপর সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে কাউকে পাননি। তাঁরা দেখেন, আমেনার মাথা থেকে রক্ত ঝরছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল বিন হালিম আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন আমেনাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় চারটি ও ঘাড়ে একটি সেলাই লাগে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আমেনার স্বামী ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। হয়তো আমার অনুপস্থিতে ঘরের মালপত্র চুরি করার জন্য আমার স্ত্রীর ওপর হামলা করেছে। তবে সে চিৎকার করায় পালিয়ে যায়।’
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
পটুয়াখালীর দশমিনায় নিজ ঘরে নামাজ পড়া অবস্থায় এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম মোসা. আমেনা বেগম (৬২)। তিনি ওই এলাকার মো. ইউনূস মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরে আমেনা ও তাঁর স্বামী ইউনূস থাকেন। রাতে ইউনূস তারাবির নামাজ পড়তে মসজিদে যান। আমেনা ঘরে নামাজ পড়ছিলেন। ভুলবশত তিনি দরজার ছিটকিনি দেননি। দরজা খোলা পেয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে পেছন থেকে বৃদ্ধার মাথায় কোপ ও ঘাড়ে বাড়ি দেয়। এতে তিনি চিৎকার দিয়ে জায়নামাজের ওপর সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে কাউকে পাননি। তাঁরা দেখেন, আমেনার মাথা থেকে রক্ত ঝরছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল বিন হালিম আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন আমেনাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় চারটি ও ঘাড়ে একটি সেলাই লাগে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আমেনার স্বামী ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। হয়তো আমার অনুপস্থিতে ঘরের মালপত্র চুরি করার জন্য আমার স্ত্রীর ওপর হামলা করেছে। তবে সে চিৎকার করায় পালিয়ে যায়।’
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় হামলায় একজন নিহতের ঘটনায় করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
২ মিনিট আগেবরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
১৩ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
২৭ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
৩৬ মিনিট আগে