Ajker Patrika

সরকারকে ৭ দিনের সময় দিলাম, বিচার না পেলে একাই রাজপথে দাঁড়াব: কাফি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৯
পোড়া ঘরের সামনে কাফির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
পোড়া ঘরের সামনে কাফির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

‘স্পষ্ট বলতে চাই। সাত দিন টাইম। জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে সাত দিন পরে রাজপথে একাই দাঁড়াব।’ আজ বুধবার দুপুরে আগুনে পোড়া ঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।

নুরুজ্জামান কাফি বলেন, ‘আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি। সাত দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু। ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা-মা, ভাই-ভাতিজি সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি তো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনে ছিলাম। ৩২ নম্বরে গিয়ে ফ্রন্টে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই।’

পোড়া ঘরের সামনে কাফির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
পোড়া ঘরের সামনে কাফির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমার ঘরবাড়ি না থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হবে? জীবনের ঝুঁকি নিয়ে দুইবার বাবা-মায়ের কান্না শুনেছি। ১৬ জুলাই থেকে ৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার, গতরাতে বসতঘর পুড়ে দেওয়ার পরে আরেকবার।’

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কাফির টিনশেড ঘরে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরটি পুড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

বড়াইগ্রামের একটি গুদামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে এখন আইসিসিকে দুষছে পাকিস্তান

এলাকার খবর
Loading...