কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
‘স্পষ্ট বলতে চাই। সাত দিন টাইম। জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে সাত দিন পরে রাজপথে একাই দাঁড়াব।’ আজ বুধবার দুপুরে আগুনে পোড়া ঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
নুরুজ্জামান কাফি বলেন, ‘আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি। সাত দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু। ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা-মা, ভাই-ভাতিজি সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি তো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনে ছিলাম। ৩২ নম্বরে গিয়ে ফ্রন্টে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই।’
এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমার ঘরবাড়ি না থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হবে? জীবনের ঝুঁকি নিয়ে দুইবার বাবা-মায়ের কান্না শুনেছি। ১৬ জুলাই থেকে ৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার, গতরাতে বসতঘর পুড়ে দেওয়ার পরে আরেকবার।’
উল্লেখ্য, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কাফির টিনশেড ঘরে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরটি পুড়ে যায়।
‘স্পষ্ট বলতে চাই। সাত দিন টাইম। জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে সাত দিন পরে রাজপথে একাই দাঁড়াব।’ আজ বুধবার দুপুরে আগুনে পোড়া ঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
নুরুজ্জামান কাফি বলেন, ‘আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি। সাত দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু। ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা-মা, ভাই-ভাতিজি সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি তো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনে ছিলাম। ৩২ নম্বরে গিয়ে ফ্রন্টে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই।’
এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমার ঘরবাড়ি না থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হবে? জীবনের ঝুঁকি নিয়ে দুইবার বাবা-মায়ের কান্না শুনেছি। ১৬ জুলাই থেকে ৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার, গতরাতে বসতঘর পুড়ে দেওয়ার পরে আরেকবার।’
উল্লেখ্য, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কাফির টিনশেড ঘরে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরটি পুড়ে যায়।
চাঁদপুর জেলা প্রশাসন, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসনসহ অংশীজনদের নিয়ে শহরের যানবাহন চলাচলে আটটি নিয়ম বেঁধে দেওয়া হয়। কিন্তু এ নিয়ম মানতে নারাজ অটোরিকশা, অটোবাইকসহ অন্যান্য যানবাহনের চালকেরা। তাঁরা শহরের প্রবেশমুখে যানবাহন বন্ধ করে বিক্ষোভ করেন। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ যানজটের কারণে সকাল ১০টা
১২ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম
১৯ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
২৬ মিনিট আগেফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
১ ঘণ্টা আগে