নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজধানীর পূর্বাচলে বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের নিচে আটকে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শিশুসহ ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে পূর্বাচলের ৩০০ ফিটে শেখ হাসিনা স্মরণীর তিন নম্বর ব্রিজের আন্ডারপাস এ দুর্ঘটনা ঘটে।
এতে বাসের সামনের অংশটি ভেঙে যায় এবং এক পাশে কাত হয়ে পড়ে। ভেতরে থাকা যাত্রীরা আকস্মিক ধাক্কায় জখম হন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের সবাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য ছিলেন। তাঁরা পূর্বাচল সি শেল পার্কে পিকনিকের জন্য রওনা হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘পিকনিকের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি সকাল ১০টার দিকে আন্ডারপাসের নিচে আটকে যায়। ঘটনাস্থল থেকে ২২ জন যাত্রীকে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য। আটকে পড়া বাসটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।’
কেন বাসটি আটকে গেল, এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, চালকের আন্ডারপাসের উচ্চতা সম্পর্কে ধারণা না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়।
তিতাস গ্যাসের সিবিএ নেতা আয়েজউদ্দিন জানান, ‘দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। দ্রুতগতিতে বাস চলতে থাকার সময় হঠাৎ আটকে যাওয়ায় যাত্রীরা বেশ আঘাত পেয়েছেন। ১০ জন আহত ব্যক্তি ঢাকা মেডিকেলে ও বাকিরা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের সঙ্গে লেগে যায়। এতে অনেকে আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বাসের চালককে পাওয়া যায়নি।
রাজধানীর পূর্বাচলে বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের নিচে আটকে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে শিশুসহ ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে পূর্বাচলের ৩০০ ফিটে শেখ হাসিনা স্মরণীর তিন নম্বর ব্রিজের আন্ডারপাস এ দুর্ঘটনা ঘটে।
এতে বাসের সামনের অংশটি ভেঙে যায় এবং এক পাশে কাত হয়ে পড়ে। ভেতরে থাকা যাত্রীরা আকস্মিক ধাক্কায় জখম হন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের সবাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য ছিলেন। তাঁরা পূর্বাচল সি শেল পার্কে পিকনিকের জন্য রওনা হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘পিকনিকের উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি সকাল ১০টার দিকে আন্ডারপাসের নিচে আটকে যায়। ঘটনাস্থল থেকে ২২ জন যাত্রীকে আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য। আটকে পড়া বাসটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।’
কেন বাসটি আটকে গেল, এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, চালকের আন্ডারপাসের উচ্চতা সম্পর্কে ধারণা না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়।
তিতাস গ্যাসের সিবিএ নেতা আয়েজউদ্দিন জানান, ‘দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। দ্রুতগতিতে বাস চলতে থাকার সময় হঠাৎ আটকে যাওয়ায় যাত্রীরা বেশ আঘাত পেয়েছেন। ১০ জন আহত ব্যক্তি ঢাকা মেডিকেলে ও বাকিরা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিআরটিসির একটি দোতলা বাস আন্ডারপাসের সঙ্গে লেগে যায়। এতে অনেকে আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বাসের চালককে পাওয়া যায়নি।
চাঁদপুর জেলা প্রশাসন, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসনসহ অংশীজনদের নিয়ে শহরের যানবাহন চলাচলে আটটি নিয়ম বেঁধে দেওয়া হয়। কিন্তু এ নিয়ম মানতে নারাজ অটোরিকশা, অটোবাইকসহ অন্যান্য যানবাহনের চালকেরা। তাঁরা শহরের প্রবেশমুখে যানবাহন বন্ধ করে বিক্ষোভ করেন। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ যানজটের কারণে সকাল ১০টা
১৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম
২৪ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
৩১ মিনিট আগেফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
১ ঘণ্টা আগে