Ajker Patrika

নেত্রকোনায় চোরাচালানের এক ট্রাক ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২১: ৩০
নেত্রকোনায় চোরাচালানের এক ট্রাক ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনায় চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি সেনাবাহিনীর সহায়তায় জব্দ করে মডেল থানা-পুলিশ। 

তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ ট্রাকের সঙ্গে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ। 

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরে। পাচারকারীদের বিভিন্ন চক্র এখনো সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনা হয়। কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় মডেল থানা-পুলিশ চিনিভর্তি ট্রাকটি জব্দ করে। 

এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করি। সকাল ৮টা পর্যন্ত চোরাকারবারিদের ধরার জন্য আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কারও সন্ধান পাওয়া যায়নি। চিনির জব্দ তালিকা তৈরির পর থানায় মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত