Ajker Patrika

নেত্রকোনায় পানিতে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনায় পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার পৃথক দুইটি উপজেলায় এ ঘটনা ঘটে। 

সকালে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বাবনি গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ভেসে যায় বৃষ্টি ঋষি (৭)। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টির খোঁজ পাওয়া যায়নি। 

তাকে উদ্ধারে আশপাশের এলাকায় খোঁজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃষ্টি ওই ইউনিয়নের বগাজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। অনেক রাস্তার ওপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হচ্ছে। 

সকালে বাড়ির পাশে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভেসে যায় বৃষ্টি। পরে আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বৃষ্টির সন্ধানে উদ্ধার অভিযান চালায়। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।’ 

অপর দিকে শুক্রবার খালিয়াজুরী হাওরে ডুবে বুশরা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুশরা উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে হাওরে খেলার ছলে গিয়ে ডুবে যায় বুশরা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বুশরাকে মৃত ঘোষণা করেন। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত