ময়মনসিংহ প্রতিনিধি
টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহ রেলওয়ের কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে রেলওয়ে পুলিশ কালোবাজারির ১২টি টিকিট জব্দ করে।
আজ সোমবার বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১২টি টিকিট, কালোবাজারির ৫ হাজার ১০০ টাকা, দুটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের এনআইডি ও মোবাইল নম্বর সংবলিত তালিকা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম দায়িত্ব পালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিতেন। পরে সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর বাইরে এনে পরিচিত দালাল ও কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। টিকিট বিক্রির লভ্যাংশ তিনি বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে বুঝে নিতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম আগেও টিকিট কালোবাজারিতে জড়িত এমন তথ্যপ্রমাণ রয়েছে। তাঁর বিরুদ্ধে রেলওয়ে থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।
টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহ রেলওয়ের কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে রেলওয়ে পুলিশ কালোবাজারির ১২টি টিকিট জব্দ করে।
আজ সোমবার বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১২টি টিকিট, কালোবাজারির ৫ হাজার ১০০ টাকা, দুটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের এনআইডি ও মোবাইল নম্বর সংবলিত তালিকা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম দায়িত্ব পালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিতেন। পরে সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর বাইরে এনে পরিচিত দালাল ও কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। টিকিট বিক্রির লভ্যাংশ তিনি বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে বুঝে নিতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম আগেও টিকিট কালোবাজারিতে জড়িত এমন তথ্যপ্রমাণ রয়েছে। তাঁর বিরুদ্ধে রেলওয়ে থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের ৩৪ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করা ছয় নাগরিককে বিভিন্ন অপরাধে সাজাভোগের পর ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
৮ মিনিট আগেফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
৯ মিনিট আগেশিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলের প্রভোস্ট পদ থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বাছের। একই দিন বিশ্ববিদ্যালয়ের জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।
১১ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামে মসজিদের মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নামাজের সময় মসজিদের ছয়টি এসি চালুর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ কমিটির সভাপতি অনামিকা নজরুল।
১৬ মিনিট আগে