ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. ওয়ারেছ আলী শেখ নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব তাঁকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়ারেছ আলী শেখকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ারেছ আলী শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ পলাশকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘ওয়ারেছ আলী শেখ দলের বলিষ্ঠ নেতা। তাঁর মতো দক্ষ নেতার দলের প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ থাকায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত ওয়ারেছ আলী শেখ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমাকে প্রতিহিংসার বশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’
জামালপুরের ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. ওয়ারেছ আলী শেখ নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব তাঁকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়ারেছ আলী শেখকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ারেছ আলী শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ পলাশকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘ওয়ারেছ আলী শেখ দলের বলিষ্ঠ নেতা। তাঁর মতো দক্ষ নেতার দলের প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ থাকায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত ওয়ারেছ আলী শেখ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমাকে প্রতিহিংসার বশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’
গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরদিন শনিবার বিকেলে ওই শিশুদের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ মিনিট আগেচাঁদপুরে পৃথক অভিযানে পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১০ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগেঝটিকা পরিদর্শনে আজ শনিবার সকালের দিকে তুরাগ থানায় হাজির হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে অভিযোগ নিয়ে আসা বৃদ্ধের সঙ্গে তাঁর কথোপকথন বিরল দৃশ্যের অবতারণা করল।
২৯ মিনিট আগে