ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. ওয়ারেছ আলী শেখ নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব তাঁকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়ারেছ আলী শেখকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ারেছ আলী শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ পলাশকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘ওয়ারেছ আলী শেখ দলের বলিষ্ঠ নেতা। তাঁর মতো দক্ষ নেতার দলের প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ থাকায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত ওয়ারেছ আলী শেখ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমাকে প্রতিহিংসার বশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’
জামালপুরের ইসলামপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. ওয়ারেছ আলী শেখ নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব তাঁকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়ারেছ আলী শেখকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ারেছ আলী শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনির আহমেদ পলাশকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘ওয়ারেছ আলী শেখ দলের বলিষ্ঠ নেতা। তাঁর মতো দক্ষ নেতার দলের প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ থাকায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত ওয়ারেছ আলী শেখ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমাকে প্রতিহিংসার বশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’
জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রী সেজে ব্যাটারিচালিত ভ্যানে উঠেছিলেন দুই ব্যক্তি। পথিমধ্যে চালককে ছুরিকাঘাত ও মারধর করে ভ্যানটি ছিনতাই করেন তাঁরা। গুরুতর আহত ভ্যানচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন আরও একজন শিক্ষার্থীর মৃতুয হয়েছে। মাহাতাব উদ্দিন ভুইয়া নামের ১৩ বছর বয়সী এই শিক্ষার্থী সপ্তম শ্রেণিতে পড়ত।
৩০ মিনিট আগেপ্রকল্পের কর্মী সঙ্গীতা সরকার আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি চাকরির মতো আমরাও সব ধাপ পেরিয়ে চাকরি পেয়েছি। প্রকল্পের শুরু থেকেই আমাদের বলা হয়েছিল, নিয়মিতকরণ করে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। অরিয়েন্টেশনের সময় প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা নিজেই এই প্রতিশ্রুতি দেন। এই আশ্বাসের ভিত্ত
৩০ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে মোজাফ্ফর হোসেন (৫৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চকচকা গ্রামে একটি বাড়িতে কাজ করার সময় এ ঘটনা গটে।
৩৩ মিনিট আগে