Ajker Patrika

বকশীগঞ্জ আ.লীগের সভাপতির বাড়িতে ডাকাতি, উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
Thumbnail image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার জিআরও আবুল হোসেন।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শ্যামলী থেকে জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। জাহিদুল ইসলাম জুম্মান তালুকদার বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

জামালপুর ডিবি পুলিশের ওসি মো. আরমান আলী আজকের পত্রিকাকে বলেন, গত বছরের ২৫ ডিসেম্বর মধ্যরাতে বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের মালিরচর নয়াপাড়া বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল শাহিনা বেগমের স্বজনদের অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ২০ লাখ টাকা ও ১০০ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহিনা বেগমের বড় বোন মাহমুদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৬-১৭ জনের নামে থানায় একটি ডাকাতি মামলা করেন। এই মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।

এ সময় তাঁদের প্রায় সবার কাছ থেকে বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারের নাম আসলে গতকাল বুধবার দিবাগত রাতে তাঁকে ঢাকা থেকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতের কাছে হাজির করে তিন দিনে রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী রোববার রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে জুম্মান তালুকদাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত