Ajker Patrika

অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি: আরও এক লাশ উদ্ধার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৫: ৫৭
ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কাজে ব্যস্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা
ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কাজে ব্যস্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে যমুনা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় সেলিম মিয়া (৩৫) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে নদীতে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নৌকাডুবির ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে বেলগাছা এলাকায় যমুনা নদীতে লাশটি ভেসে ওঠে।

স্থানীয়দের দেওয়া খবরে স্বজনেরা লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। তবে স্থানীয়রা জানান, নৌকাডুবির ঘটনায় এখনো খবির শেখ (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কুলকান্দি পাইলিং ঘাট থেকে যমুনা নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বহন করায় ইঞ্জিনচালিত একটি খেয়া নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার মালিক কুলকান্দি ইউনিয়নের কাউনের চর গ্রামের পাগারো মিয়ার ছেলে আব্দুর রশীদ। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

ঘটনার চার ঘণ্টা পর স্থানীয় কুলকান্দি পাইলিং ঘাট এলাকার বাসিন্দা বিলেদ আলী (৪৫) ওরফে বিল্লাল মণ্ডল নামে এক কৃষকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ছাড়া একই এলাকার বাসিন্দা নৌকার যাত্রী খবির শেখ (৫০) ও সেলিম মিয়াকে (৩৫) খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামালপুর জেলা পরিষদের অনুমোদিত পার্শ্ববর্তী মুরাদাবাদ নৌঘাটের অধীনে কুলকান্দি পাইলিং ঘাট থেকে বিধিবহির্ভূতভাবে নৌকা পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত করে আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করে। তবে আনীত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন মুরাদাবাদ নৌঘাটের ইজারাদার রাসেদ মিয়া। তাঁর দাবি, তিনি নিয়মমাফিক ঘাট পরিচালনা করে আসছেন। যমুনা নদীতে যে নৌকাটি ডুবে গেছে, সেটা মুরাদাবাদ নৌঘাটের নৌকা নয়। মূলত ব্যক্তিমালিকানায় ওই নৌকা ব্যবহৃত হয়ে আসছে।

কুলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনুছুর রহমান আনিছ বলেন, আজ সকাল ১০টার দিকে বেলগাছা এলাকায় যমুনা নদীতে সেলিম মিয়ার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, মুরাদাবাদ নৌঘাটটি জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। এ কারণেই ওই নৌঘাটের বিষয়ে তেমন কিছু জানা আমাদের সম্ভব হয় না। বিষয়টি জেলা পরিষদের লোকজন ভালো জানেন। তবে মুরাদাবাদ কুলঘাটের অধীনে যদি কুলকান্দি পাইলিং ঘাটে নৌকা পরিচালনা করা হয়ে থাকে, সেটা তদন্ত করে আইনানুসারে ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘লোকবলের সংকট থাকায় ইজারা দেওয়া ঘাটগুলোতে পারাপারের নৌকার ফিটনেস যাচাইবাছাইসহ তদারক করা সম্ভব হয়ে ওঠে না। কুলকান্দি পাইলিং ঘাটে ডুবে যাওয়া নৌকাটি মুরাদাবাদ নৌঘাট থেকে পরিচালনা করা হয় কি না, সেটাও অবগত নই।’

মুরাদাবাদ নৌঘাটের অধীনে পার্শ্ববর্তী কুলকান্দি পাইলিং ঘাটসহ অন্য কোনো ঘাট থেকে পারাপারের জন্য সাব-ঘাট পরিচালনা করার নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তা ছাড়া কোন ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটেছে কিংবা মুরাদাবাদ ঘাটটি কোথায়, সেটাও বলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত