Ajker Patrika

দলের নিবন্ধন বাতিলের আদেশ প্রত্যাহার চাইলেন জামায়াত নেতা আকন্দ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৬: ৪২
দলের নিবন্ধন বাতিলের আদেশ প্রত্যাহার চাইলেন জামায়াত নেতা আকন্দ

জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যে অপরাধ জামায়াতে ইসলামী করেনি, সেই অপরাধে জামায়াতের নিবন্ধন বাতিল করা অবৈধ। জামায়াতের নিবন্ধন বাতিলের আদেশ অবশ্যই প্রত্যাহার করতে হবে।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মতিউর রহমান আকন্দ অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে এই আহ্বান জানান।

জামায়াতের কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, রাজনৈতিক দল, সংবিধান ও বিচার বিভাগের সংস্কার সময়ের দাবি। বর্তমান সরকারকে নির্বাচনব্যবস্থা বাতিল করে নতুন পদ্ধতিতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এটা শুধু জামায়াতের বক্তব্য নয়, দেশের সাধারণ মানুষের প্রাণের দাবি।

জামায়াতের জেলা আমির আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির কামরুল আহসান ইমরুল, নায়েবে আমির কামরুল হাসান মিলন, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেলক হক আকন্দ, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি শরীফুজ্জামান টিটু, দৈনিক নিউ টাইমস সম্পাদক এম এ মতিন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত