Ajker Patrika

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় যুবক গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার মহিদুল মণ্ডল। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার মহিদুল মণ্ডল। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর থেকে এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়।

অভিযুক্ত মহিদুল মণ্ডল (২৭) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সুরত মণ্ডল। তাঁকে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া থেকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মহিদুলকে পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি নিজেকে ভারতীয় বাসিন্দা বলে পরিচয় দেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানালে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

মহিদুল জানান, ভারতে তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভারতে থাকা বাংলাদেশিদের প্রলোভনে পড়ে কাজের আশায় প্রায় ১৫ দিন আগে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তবে এখানে এসে তাঁর সঙ্গীরা তাঁকে রেখে চলে গেলে তিনি বিভিন্ন জায়গা ঘুরে দুর্গাপুরে চলে আসেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আটক মহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি ভারতের নাগরিক। তাঁর কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অনুপ্রবেশ আইনে তাঁর বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত