Ajker Patrika

নানিয়ারচরে খাদ্যগুদামে দুর্নীতি: নিম্নমানের চাল সংগ্রহ, অভিযানে মিলল প্রমাণ

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি 
সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে রোববার সকালে নানিয়ারচরে খাদ্যগুদামে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা
সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে রোববার সকালে নানিয়ারচরে খাদ্যগুদামে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির নানিয়ারচরে খাদ্যগুদামে নিম্নমানের আতপ চাল সরবরাহ ও গুদামে চাল কম রাখা-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে অনিয়মের একাধিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির তত্ত্বাবধানে এবং মেজর মো. আসিফুর রহমান, পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলের রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুইপ্রু চৌধুরীর বেয়াই পরিচয়ধারী নানিয়ারচর উপজেলার খাদ্যগুদামের কর্মকর্তা ক্যাচাথুই মারমার বিরুদ্ধে সরকারি চাল সরবরাহে দুর্নীতির গুরুতর অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উঠে আসে, খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস, ভিজিডি, ডিজিএফ ও টিসিবির আওতায় বরাদ্দ পাওয়া উন্নত মানের ভিয়েতনামি চাল গুদামে সংরক্ষণ না করে তার পরিবর্তে স্থানীয়ভাবে নিম্নমানের আতপ চাল সংগ্রহ করে গুদামজাত করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ক্যাচাথুই মারমা ‘মেসার্স বার আউলিয়া অটো রাইচ মিল’-এর মালিক মো. একরাম কাশেমের কাছ থেকে প্রতি কেজি ৪১ টাকা দরে মোট ২ হাজার বস্তা (১০০ টন) নিম্নমানের আতপ চাল ক্রয়ের চুক্তি করেন। ৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সময়কালে তিনি এসব চাল গুদামে সংগ্রহ করেন এবং প্রতি বস্তায় তিন–সাত কেজি চাল কম রেখে গুদামজাত করেন।

চালের মূল্য বাবদ ওই ব্যবসায়ীর কাছে ৪১ লাখ টাকার চেক প্রদান করা হলেও, ব্যাংকে অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিষয়টি গোয়েন্দা সংস্থা ও নানিয়ারচর সেনা জোনে জানালে অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে রোববার সকালে নানিয়ারচরে খাদ্যগুদামে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা
সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে রোববার সকালে নানিয়ারচরে খাদ্যগুদামে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

এ পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, উন্নত মানের ভিয়েতনামি চাল মজুত না করে স্থানীয় ব্যবসায়ী মফিজ ও লোকমানের কাছে বিক্রি করে দেওয়া হয়।

অভিযানে অংশ নেন নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলমসহ সেনা-পুলিশের একটি সমন্বিত দল। অভিযান চলাকালে বস্তা পরিমাপ করে অনিয়ম নিশ্চিত করা হয় এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

জোন অধিনায়ক জানান, প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের একাধিক বিষয় সত্য বলে প্রমাণিত হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন, খাদ্য বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান

রাতের আঁধারে শাহবাগের প্রজন্ম চত্বর গুঁড়িয়ে দেওয়া হলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত